প্রায় ১৫ কোটি ৮১ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের দায়ে নরসিংদী-২ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খান (দিলীপ) ও তার স্ত্রী আফরোজা সুলতানার নামে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

সাংবাদিকদের তিনি বলেন, আসামি দিলীপ সরকারি কর্মচারী থাকা অবস্থায় অবৈধ উপায়ে ১১ কোটি ৮২ লাখ ৯০ হাজার ৩১৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তিনি তার ৩০টি ব্যাংক হিসেবে ৪৪১ কোটি ১৬ লাখ ৬৪ হাজার ২০৫ টাকা লেনদেন করেছেন।

অন্যদিকে দ্বিতীয় মামলায়, দিলীপের স্ত্রী আফরোজা সুলতানার বিরুদ্ধে ৩ কোটি ৯৮ লাখ ৫৯ হাজার ৭৫০ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

আসামিদের বিরুদ্ধে দুদক আইন ২০০৪ এর ২৭ (১) ধারা, ১৯৪৭ এর দুর্নীতি প্রতিরোধ আইন ২০১২ এর  ৪ (২), ও (৩) ধারায় অভিযোগ আনা হয়েছে বলেও জানান দুদক মহাপরিচালক।

গত বছরের ১৭ সেপ্টেম্বর দিলিপের দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক। অভিযোগ ছিল- তিনি তার অবৈধ আয়ে নিজ এলাকায় আনুমানিক ৫১ লাখ টাকার কৃষি জমি, প্রায় ১ কোটি ১৭ লাখ টাকার ফ্ল্যাট, প্লট, ভাটারা থানার জোয়ারসাহারা মৌজায় প্রায় ৪৮ লাখ টাকার ফ্ল্যাট এবং রাজউক এর উত্তরা তৃতীয় প্রকল্পের প্রায় ৩২ লাখ টাকার প্লট এবং তার স্ত্রী আফরোজা সুলতানার নামে বিভিন্ন স্থানে প্রায় ১ কোটি টাকার প্লট ও ফ্ল্যাট কিনেছেন।

আশরাফ খান ও তার স্ত্রী আফরোজা সুলতানা অবৈধভাবে অর্জিত সম্পত্তি হস্তান্তর করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন এমন আশঙ্কায় গত ২১ অক্টোবর দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

আরএম/জেডএস