পুলিশের হাতে প্রাণঘাতী অস্ত্র চান না ডিসিরা
প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
বিজ্ঞাপন
পুলিশের হাতে প্রাণঘাতী অস্ত্র চান না ডিসিরা
পুলিশের হাতে চায়নিজ রাইফেল, সাব মেশিনগান (এসএমজি), ৯ এমএম পিস্তলের মতো প্রাণঘাতী অস্ত্র না রাখার প্রস্তাব এসেছে জেলা প্রশাসকদের (ডিসি) পক্ষ থেকে। কেউ কেউ শটগান ও ছররা গুলির ব্যবহার বন্ধের প্রস্তাবও দিয়েছেন।
জেলা প্রশাসক সম্মেলন উপলক্ষে প্রস্তাবগুলো জমা দেওয়া হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগে। আগামী ১৬ ফেব্রুয়ারি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুরু হবে তিন দিনের ডিসি সম্মেলন।
‘১৭৫ মৃত্যুর তথ্য বিশ্লেষণ: নিহত ৭৮ শতাংশের শরীরে প্রাণঘাতী গুলির ক্ষত’ শিরোনামে গত ২ আগস্ট এক প্রতিবেদনে প্রথম আলো জানিয়েছিল, ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহতদের বেশির ভাগের শরীরে গুলির চিহ্ন ছিল একটি। কারও কারও ক্ষেত্রে দুটি চিহ্নও দেখেছেন স্বজনেরা। মানে হলো, এসব গুলি প্রাণঘাতী ছিল। ছররা গুলিতেও মানুষের মৃত্যু হয়েছে। গত ১৬ জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ শহীদ হয়েছেন পুলিশের ছররা গুলিতে।
সমকাল
বিএনপি সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচন চাইলেও অন্যরা তা আগে চায়। বিএনপি নির্বাচিত সরকারের অধীনে স্থানীয় নির্বাচনের কথা বললেও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার।
স্থানীয় সরকার সংস্কার কমিশনের অভিমত, আগে তৃণমূলের ভোট দিতে জনদাবি রয়েছে। প্রকাশ্যে অবস্থান না জানালেও জামায়াতে ইসলামীর একই মনোভাব। শেখ হাসিনার পতন ঘটানো অভ্যুত্থানের ছাত্রনেতৃত্বের সংগঠন জাতীয় নাগরিক কমিটি আগে স্থানীয় নির্বাচনের পক্ষে জোরালো অবস্থান নিয়েছে।
যুগান্তর
ষোলো সংস্কার কমিশনেও স্থান নেই নগরের
ছাত্র-জনতার প্রাণের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ বিনির্মাণে ১৬টি সংস্কার কমিশন গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। সেখানে নগরায়ণ বা নগর সংস্কারসংক্রান্ত কোনো কমিশন গঠন করা হয়নি। স্থানীয় সরকার সংস্কার কমিশন নামে একটি সংস্কার কমিশন গঠন করা হলেও এতে কোনো নগর পরিকল্পনাবিদ বা নগর বিশেষজ্ঞ রাখা হয়নি। ওই কমিশন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করলেও এখনো নগর পরিকল্পনাবিদ, প্রকৌশলী বা স্থপতিদের কাছ থেকে আনুষ্ঠানিক মতামত গ্রহণ করেনি।
কালের কণ্ঠ
আমনের ভরা মৌসুমে পাইকারি বাজারে চালের দাম বেড়েছে। গত এক মাসে খুচরা পর্যায়ে চিকন (মিনিকেট) চালের দাম বস্তাপ্রতি ৩৫০ থেকে ৫০০ টাকা বেড়েছে। চিকন চাল সর্বোচ্চ কেজিতে সাত থেকে ১০ টাকা এবং মাঝারি ও মোটা চালের দাম সর্বোচ্চ পাঁচ-ছয় টাকা বেড়েছে। এতে নিত্যপণ্যের উচ্চমূল্যে চাপে থাকা ভোক্তারা আরো চাপে পড়েছে।
বণিক বার্তা
সড়ক দুর্ঘটনায় ২০২৪ সালে সবচেয়ে বেশি মৃত্যু
দেশে এখন পর্যন্ত সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে সদ্যসমাপ্ত ২০২৪ সালে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ওয়েবসাইটে প্রকাশিত দুর্ঘটনা প্রতিবেদনের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, সড়ক দুর্ঘটনায় ২০২৪ সালে দেশে প্রাণহানি হয়েছে ৫ হাজার ৩৮০ জনের। এর আগে সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ২০২১ সালে। সেবার সড়কে মৃত্যু হয়েছিল ৫ হাজার ৮৪ জনের।
সমকাল
ভুয়া তথ্যে বরবাদ ব্যক্তি ও সমাজ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গত ৪ আগস্ট সন্ধ্যায় মার্চ টু ঢাকা কর্মসূচি দেয়। এর মধ্যে রাতে ফেসবুকে ছড়িয়ে পড়ে শহীদ মিনার আর শাহবাগ দখলে নিয়েছে ছাত্রলীগ। মধ্য রাতে কয়েকজন সাংবাদিক টিএসসি ও শাহবাগ এলাকার ছবি তুলে ফেসবুকে পোস্ট করে জানান, পুরো ক্যাম্পাস ফাঁকা।
২০২৪ সালজুড়ে এ রকম ২ হাজার ৯১৯টি ভুয়া ও মিথ্যা খবর শনাক্ত করেছে বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার। ২০২৩ সালে শনাক্ত হয়েছিল ১ হাজার ৯১৫টি ভুল তথ্য। অর্থাৎ এক বছরে ভুয়া তথ্য ৫২ শতাংশ বেশি ছড়িয়েছে।
আরও পড়ুন
দেশ রূপান্তর
এপ্রিলের আগে বই পাচ্ছে না সবাই
২০ জানুয়ারির মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক শ্রেণির সব বই ছাপানোর কাজে শেষ করার লক্ষ্যমাত্রা নিয়েছিল জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। কিন্তু এখনো পর্যন্ত ছাপাতে পেরেছে ২৭ শতাংশ। প্রেসগুলো সক্ষমতা অনুযায়ী কাজ করলে বাকি ৭৩ শতাংশ বই এ মাসের মধ্যেই ছাপানো সম্ভব বলে মনে করছে এনসিটিবি। কিন্তু বই ছাপানোর দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো এনসিটিবির এ সম্ভাবনা নাকচ করে দিয়েছে। তারা বলছে, ছাপানো ও বাঁধাই শেষে সারা দেশে শিক্ষার্থীদের হাতে এপ্রিলের আগে সব বই পৌঁছানো সম্ভব নয়।
মানবজমিন
আচমকা বদলে যাচ্ছে ঢাকার অপরাধ জগৎ। খুনখারাবি থেকে শুরু করে চাঁদাবাজি, ছিনতাই, দখল, টেন্ডারবাজি, মাদক ব্যবসা, কিশোর গ্যাংয়ের উৎপাত সবই মাথাচাড়া দিয়ে উঠেছে। রাজধানীর অলিগলি থেকে শুরু করে রাজপথ, সরকারি অফিস, পোশাক খাত সর্বত্রই চলছে আধিপত্য বিস্তারের প্রতিযোগিতা। পেশিশক্তি প্রদর্শনের মাধ্যমে সন্ত্রাসীরা নিজেদের অবস্থান জানান দিচ্ছে। পুরাতন চক্রের পাশাপাশি নতুন নতুন গ্যাং তৈরি হচ্ছে। এলাকায় এলাকায় কিশোর গ্যাংয়ের প্রভাব বেড়েছে। ছোটখাটো ঘটনায়ও এখন প্রকাশ্য অস্ত্রের প্রদর্শন করা হচ্ছে। ছিনতাইয়ের মতো ঘটনা নগরবাসী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। ঢাকা মহানগর পুলিশের বিভিন্ন থানা, গোয়েন্দা পুলিশের বিভিন্ন টিম, র্যাব প্রায়ই ছিনতাইকারীদের গ্রেপ্তার করছে। কিন্তু ছিনতাইকারীরা কিছুদিন জেল খেটে জামিনে বের হয়ে ফের একই অপরাধে জড়াচ্ছে। এ ছাড়া চিহ্নিত ছিনতাইকারীদের নাগাল পাচ্ছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নজরদারির বাইরে আছে পটপরিবর্তনের পর জামিনে মুক্তি পাওয়া ১১ শীর্ষ সন্ত্রাসী। প্রতিটি এলাকার সরকারি অফিসে অফিসে গিয়ে টেন্ডারবাজি নিয়ন্ত্রণ করছে সন্ত্রাসীরা। বেপরোয়া হয়েছে চিহ্নিত ও নয়া চাঁদাবাজরা। সরকারি কর্মকর্তা থেকে শুরু করে ছোট বড় ব্যবসায়ী, বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ফুটপাথসহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে দেদারছে চাঁদাবাজি হচ্ছে।
বণিক বার্তা
স্থানীয় শিল্পে উৎপাদন সংকোচনে ব্যবসার খরচ বাড়ছে
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনমূলক মুদ্রানীতির ওপর সবচেয়ে বেশি নির্ভর করছে অন্তর্বর্তী সরকার। নীতি সুদহার (রেপো রেট) কয়েক দফা বাড়িয়ে তোলা হয়েছে ১০ শতাংশে। এতে ব্যাংকভেদে ঋণের সুদহার উঠে দাঁড়িয়েছে কম-বেশি ১৫-১৬ শতাংশে। পুঁজি সংস্থানের ব্যয় বাড়ার পাশাপাশি স্থানীয় শিল্প খাতের উৎপাদনকে চাপে ফেলছে জ্বালানি সংকট। ব্যবসায়ীদের অভিযোগ, গ্যাস সংকটে শিল্পপ্রতিষ্ঠানগুলো পূর্ণ সক্ষমতায় উৎপাদন করতে পারছে না। এতে পরিচালন ও মাথাপিছু ব্যয় বাড়ছে ব্যবসার। এর মধ্যেই শিল্প খাতে করভার ও শুল্কচাপ বাড়ছে। শিল্প খাতে শ্রম অসন্তোষ, আমদানির বিদ্যমান নানা প্রতিবন্ধকতা, পণ্য পরিবহনে চাঁদাবাজি ইত্যাদিরও প্রভাব পড়ছে শিল্প খাতের ব্যয় ও উৎপাদনে। এসবের সম্মিলিত প্রভাবে সংকুচিত হয়ে পড়েছে শিল্প খাতের উৎপাদন। যদিও ব্যবসা পরিচালনার খরচ এখন ক্রমেই বেড়ে চলেছে।
দেশ রূপান্তর
উবার মোবাইল স্মার্টফোনের অ্যাপ-ভিত্তিক ট্যাক্সি সেবার নেটওয়ার্ক। মূলত যুক্তরাষ্ট্র-ভিত্তিক অনলাইন পরিবহন নেটওয়ার্কের একটি কোম্পানি। বাংলাদেশে শুরুতে ২০১৬ সালের ২২ নভেম্বর ঢাকায় অ্যাপ-ভিত্তিক এই সেবার কার্যক্রম শুরু হয়। তবে সম্প্রতি উবার ইচ্ছেমতো কমিশন কাটায় চালকদের মধ্যে অনীহা দেখা গেছে অ্যাপস-ভিত্তিক গাড়ি চালাতে।
সমকাল
তেজগাঁও-মিরপুরে ছিনতাইকারী বেশি
ঢাকার ব্যস্ত সড়কে গাড়ির স্রোত। হঠাৎ চাপাতি হাতে তিন যুবক প্রাইভেটকারের যাত্রীর হাত থেকে মোবাইল ফোনসেট ছোঁ মেরে নিয়ে দিল ভোঁ দৌড়। ছিনতাইয়ের এ দৃশ্য মুহূর্তে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ঘটনাটি ১৬ ডিসেম্বর আসাদগেট এলাকার। এর দু’দিন পর ঢাকার হানিফ ফ্লাইওভারে ছিনতাইকারীর হাতে প্রাণ হারান হাফেজ কামরুল হাসান। ছুরিকাঘাত করে টাকা ও মোবাইল ফোনসেট কেড়ে নেওয়া হয় তাঁর। ১৫ ডিসেম্বর ঢাকার মগবাজারে হাবিব উল্লাহ নামের এক তরুণ ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হন।
প্রথম আলো
এখন শুধু ৫৭ লাখ স্মার্ট কার্ডধারী টিসিবির পণ্য পাবেন
এক কোটি নয়, চলতি জানুয়ারি মাসে শুধু ৫৭ লাখ স্মার্ট কার্ডধারী পরিবার ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভর্তুকি মূল্যের পণ্য কিনতে পারবে। ফলে আগে টিসিবির পণ্য পেতেন, এমন ৪৩ লাখ কার্ডধারী কার্যত বাদ পড়ে গেলেন।
টিসিবির পণ্য কেনার জন্য একটি পরিবারকে এত দিন একটি সাধারণ কাগুজে কার্ড দেওয়া হতো। পুরোনো এই কার্ড বাতিল করে এখন স্মার্ট কার্ডের বিপরীতে পণ্য বিতরণ শুরু করেছে টিসিবি।
বণিক বার্তা
চিকিৎসার প্রয়োজনে পুনর্বাসন দুশ্চিন্তায় হাসপাতাল ছাড়ছেন না অনেকেই
রাজধানীর সিদ্ধেশ্বরী কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আলী (ছদ্মনাম)। গত বছরের ২০ জুলাই রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় স্নাইপারের গুলি কোমর ভেদ করে তলপেট দিয়ে বেরিয়ে যায় তার। এতে তার খাদ্যনালি ছিঁড়ে যায়। সেই থেকে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন। এ পর্যন্ত পাঁচটি হাসপাতালে একাধিকবার তার অপারেশন হয়েছে। পাঁচ-ছয় মাস পর আরেকবার অপারেশন করাতে হবে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
কালবেলা
কোম্পানি পর্যায়ে গ্যাস কেনাবেচা হবে মিটারে
চালু হওয়ার দীর্ঘ দুই বছর পর কোম্পানি পর্যায়ে গ্যাস কেনাবেচায় মিটারিং পদ্ধতির অনুমোদন দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। পাশাপাশি আনুপাতিক হারে (প্রো-রাটা) বিল করার পদ্ধতি বাতিল করা হয়েছে। এখন থেকে গ্যাস উৎপাদন, সঞ্চালন, বিতরণ ও বিপণনের সব পর্যায়ে মিটারিং ব্যবস্থা বাস্তবায়ন হবে। ফলে অপচয় ও চুরি কমে আসবে এবং কোম্পানি ভেদে সিস্টেম লসের প্রকৃত চিত্র জানা যাবে। দুই বছর ধরে পেট্রোবাংলা মিটারিং পদ্ধতি বাস্তবায়ন করার চেষ্টা করলেও গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) বিরোধিতার কারণে সব কোম্পানির ক্ষেত্রে বাস্তবায়ন করা যায়নি। জ্বালানি বিভাগ ও পেট্রোবাংলার সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানান।
এছাড়া বৈধতার প্রশ্ন মাথায় নিয়ে চলছে মোবাইল কোর্ট; গাড়ি চালিয়ে মাকে হাসপাতালে নিলেন তারেক; সাড়ে সাত বছর পর জিয়া পরিবারের মহামিলন; লন্ডন ক্লিনিকে খালেদা জিয়ার চিকিৎসা শুরু—সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।