জুয়ার আসর বসানো ও দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ৯ নম্বর ভাংনামারী ইউনিয়ন কৃষকদলের সাধারন সম্পাদক মো: মোজাম্মেল হোসেনকে বহিস্কার করা হয়েছে।   

মঙ্গলবার (৮ জানুয়ারী) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে ঢাকাপোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ উত্তর জেলা কৃষকদলের আহবায়ক ও সাবেক এমপি অ্যাডভোকেট আবুল বাসার আকন্দ। 

তিনি বলেন, “দলীয় শৃঙ্খলা পরিপন্থি কোন কাজ বরদাস্ত করা হবে না। সংগঠনের গঠনতন্ত্র মেনেই জুয়ার আসর বসানোর কারণে কৃষকদল নেতা মো: মোজাম্মেল হোসেনকে বহিষ্কার করা হয়েছে।” 

এর আগে দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ময়মনসিংহ উত্তর জেলা কৃষকদলের সদস্য মো: খলিলুর রহমান তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি প্রকাশ করেন। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ৯ নম্বর ভাংনামারী ইউনিয়ন কৃষকদলের সাধারন সম্পাদক মো: মোজাম্মেল হোসেনকে সংগঠনের সকল পদ থেকে বহিস্কার করা হইল।’

উত্তর জেলা কৃষকদলের আহবায়ক অ্যাডভোকেট আবুল বাসার আকন্দ এক জরুরি সভা শেষে এই সিদ্ধান্ত প্রদান করেন বলে জানা গেছে।

এর আগে ৭ জানুয়ারি রাতে ময়মনসিংহ সদর উপজেলার ভাবখালী এলাকার কাচারী বাজার ও গৌরীপুর উপজেলার চরভাবখালীর সীমানা সংলগ্ন ব্রহ্মপুত্র নদের তীর থেকে ওয়ান-টেন জুয়ার আসরে অভিযান চালিয়ে ৯ জনকে আটক করে যৌথ বাহিনী। এ সময় দেশের বিভিন্ন এলাকা থেকে আসা জুয়াড়ীদের বহনকারি পাজারো, প্রাইভেটকারসহ ৩টি বিলাসবহুল গাড়ী ও জুয়া সামগ্রী জব্দ করা হয়। 

কোতোয়ালি মডলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সফিকুল ইসলাম খান জানিয়েছেন, ইতোমধ্যে জুয়ার আসরের মূল হোতা মোজাম্মেলসহ ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে। এর মধ্যে ৯ জন আটক হলেও বাকিরা পলাতক রয়েছে। তাদেরকে গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে। 

মো: আমান উল্লাহ আকন্দ/এসএমডব্লিউ