৬০ লাখ টাকার আইসসহ মাদক কারবারি গ্রেপ্তার
৬০০ গ্রাম আইসসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। জব্দ করা আইসের মূল্য প্রায় ৬০ লাখ টাকা।
বুধবার (৮ জানুয়ারি) রাতে রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বিজ্ঞাপন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (জনসংযোগ) শেখ মো. খালেদুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ৬০ লাখ টাকা মূল্যের ৬০০ গ্রাম ভয়ংকর মাদক আইসসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন
তবে গ্রেপ্তার ব্যক্তির নাম জানায়নি মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ বিষয়ে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে ডিএনসি।
এমএসি/এমএন