বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সক্ষমতা বাড়ানোর তাগিদ তথ্য উপদেষ্টার
বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সক্ষমতা বাড়াতে সংশ্লিষ্ট সবাইকে তাগিদ দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। একইসঙ্গে বাংলাদেশের বিভিন্ন প্রামাণ্যচিত্র সংরক্ষণ করতে ফিল্ম আর্কাইভ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেও মন্তব্য করেন তিনি।
বুধবার (৮ জানুয়ারি) বাংলাদেশ ফিল্ম আর্কাইভ পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেছেন উপদেষ্টা।
বিজ্ঞাপন
উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেন, দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি-সংক্রান্ত তথ্য ও প্রামাণ্যচিত্র সংরক্ষণে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই এর সক্ষমতা আরও বাড়াতে হবে। সেজন্য সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
আরও পড়ুন
এর আগে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের প্রজেকশন হল, মাল্টিপারপাস হল, ডিজিটাল ল্যাব, ফিল্ম মিউজিয়াম, ফিল্ম চেকিং রুম, ফিল ভল্ট ও লাইব্রেরি ঘুরে দেখেন তথ্য উপদেষ্টা।
এ সময় বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. কামরুজ্জামান, ফিল্ম আর্কাইভের প্রকল্প পরিচালক ইয়াকুব আলী, পরিচালক ফারহানা রহমান, পরিচালক মুহাম্মদ আরিফ সাদেকসহ আর্কাইভের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আরএইচটি/এমএন