রায়েরবাজারে পরিত্যক্ত অবস্থায় ২৯ রাউন্ড গুলি উদ্ধার
রাজধানীর মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার এলাকায় অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় একটি শুটারগান, একটি রিভলভার, একটি খালি ম্যাগাজিন, ২৯ রাউন্ড গুলি ও তিনটি ওয়াকি-টকি সেট উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ সিপিসি-১ এর একটি দল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুর থানাধীন রায়ের বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি শুটারগান, একটি রিভলভার, একটি খালি ম্যাগাজিন, ২৯ রাউন্ড গুলি ও তিনটি ওয়াকি-টকি সেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন বলেও জানান এএসপি খান আসিফ তপু।
জেইউ/এমএসএ