চট্টগ্রামে সীতাকুণ্ড উপজেলা এলাকায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে অভিযান পরিচালনা করে ২৯৯ বোতল ফেনসিডিল জব্দ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। একইসঙ্গে প্রাইভেটকারের চালক মো. মুরাদ হোসেনকে (২৭) আটক করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সীতাকুণ্ডের ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। 

আটক মুরাদ কুমিল্লা কোতোয়ালি থানার পূর্ব রেসকোর্স এলাকার -মো. শহীদ হোসেনের ছেলে।

র‍্যাব জানায়, প্রাইভেটকারটি ফেনসিডিলের একটি চালান নিয়ে কুমিল্লা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। গোপনে সংবাদ পেয়ে চট্টগ্রাম শহরে পৌঁছার আগেই চালানটি আটক করা হয়।

চট্টগ্রাম র‍্যাবের উপ-পরিচালক মো. সাদমান সাকিব বলেন, জব্দ হওয়া ফেনসিডিলের বর্তমান বাজারমূল্য আনুমানিক ৩ লাখ টাকা। এ ঘটনায় আটক মুরাদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। তিনি প্রায় সময় কুমিল্লা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন উপজেলায় বিক্রি করে থাকেন। 

আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ ফেনসিডিলসহ মুরাদকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি। 

এমআর/এমএসএ