বাংলাদেশ ও কাতারের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে বাংলাদেশ দূতাবাস কর্তৃক কাতারের বিখ্যাত কাটারা কালচার ভিলেজের গ্যালারিতে বাংলাদেশি শিল্পীর একক চিত্রকর্ম প্রদর্শনীর আয়োজন করা হয়। 

দোহার বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে জানায়, বাংলাদেশের জনপ্রিয় চিত্রশিল্পী কাজী সালাহউদ্দীন আহমেদের প্রায় ৫০টি চিত্রকর্ম নিয়ে জানুয়ারির ১-৭ পর্যন্ত চিত্রকর্ম প্রদর্শনীর আয়োজন করা হয়। 

১ জানুয়ারি সন্ধ্যায় কাটারা কালচার ভিলেজের গ্যালারিতে এক আড়ম্বরপূর্ণ উদ্ভোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। কাটারা কালচার ভিলেজের ডেপুটি মহাপরিচালক সাইফ সাদ আল ডোসারী ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান শেখা মোহাম্মেদ আব্দুল্লাহ আল সুলাইতি, কাতারে অবস্থিত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা এতে উপস্থিত ছিলেন।

কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম কাটারা কালচার ভি‌লেজের ডেপুটি মহাপরিচালক সাইফ সাদ আল ডোসারীকে সঙ্গে নিয়ে ফিতা কেটে চিত্রকর্ম প্রদর্শনীর উদ্ভোধন করেন।

শিল্পী কাজী সালাউদ্দিন আহমেদ শুভেচ্ছা বক্তব্যে তার চিত্রকর্ম সম্পর্কে সংক্ষেপে ব্যাখ্যা করেন এবং তার একক চিত্রকর্ম প্রদর্শনীর আয়োজনের মাধ্যমে তাকে সম্মানিত করায় বাংলাদেশ দূতাবাস ও কাটারা কালচার ভিলেজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এনআই/জেডএস