তীব্র শীতে কাঁপছে সারাদেশ। উত্তরের জনপদের ৫ জেলা এবং এক বিভাগে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। সেইসঙ্গে ঘন কুয়াশার কারণে গত কয়েকদিন ধরে দেখা নেই সূর্যের। ফলে শীতের অনুভূতি রাতের মতো দিনেও জেঁকে বসেছে।

এমন অবস্থায় আজ ঢাকায় সূর্যের দেখা মিলতে পারে। তবে সেটি দুপুরের পর এবং স্বল্প সময়ের জন্য। ঘন কুয়াশার কারণে সূর্যের তাপ ঠান্ডা কমাতে তেমন কোনো প্রভাব না ফেললেও আগের চেয়ে আজ ও আগামীকাল ঢাকায় দিনে ও রাতে ঠান্ডার অনুভূতি কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে দিনের তাপমাত্র সাধারণত ১-২ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেতে পারে।

শনিবার (৪ জানুয়ারি) সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক ঢাকা পোস্টকে এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ঘন কুয়াশার কারণে সূর্যের আলো দৃশ্যমান হচ্ছে না। তবে গত দুই দিনের তুলনায় আজ ঢাকায় কুয়াশার পরিমাণ কম। সে অনুযায়ী দুপুর নাগাদ সূর্যের দেখা মিলতে পারে। তবে সেটি স্বল্প সময়ের জন্য। ঘন কুয়াশা ঢাকা এবং আশপাশের অঞ্চলগুলোতে কিছুটা কমতে শুরু করেছে। ফলে ঠান্ডার অনুভূতিও কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।

এছাড়া, আজ সকালে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে মেঘলা এবং প্রধানত শুষ্ক থাকতে পারে। আর কিছু এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। তবে এসব এলাকার দিনের তাপমাত্র সাধারণত ১-২ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেতে পারে। একইসঙ্গে উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬-১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে বলেও জানানো হয়েছে।

অন্যদিকে, গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তরের ৭২ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের উত্তরের রাজশাহী, পাবনা, বগুড়া, নওগাঁ, কুষ্টিয়া জেলা এবং  রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। 

এছাড়া আগামী ৩ দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে মধ্য রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

আরএইচটি/এসএম