প্রবীণ শ্রমিক নেতা ও ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) সভাপতি এবং বিলস্ উপদেষ্টা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সহিদুল্লাহ চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (৩ জানুয়ারি) দুপুরে সহিদুল্লাহ চৌধুরী রাজধানীর ডেমরার নিজ বাসভবনে ইন্তেকাল করেন বলে তার ছোট ছেলে মনিরুল ইসলাম চৌধুরী রনি জানিয়েছেন।

ট্রেড ইউনিয়ন কেন্দ্রের যুগ্ম সাধারণ সম্পাদক শ্রমিক নেতা আবুল কালাম আজাদ জানান, শনিবার সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহ নেওয়া হবে এবং সর্বস্তরের শ্রমিক জনতার পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হবে। একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে শহীদ মিনারে রাষ্ট্রীয়ভাবে সেখানে তাকে শ্রদ্ধা নিবেদন শেষে ডেমরায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

বীর মুক্তিযোদ্ধা সহিদুল্লাহ চৌধুরী অসুস্থতাজনিত কারণে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। অসুস্থ শরীর নিয়ে তিনি ২০২০ সাল থেকে পাটকল শ্রমিক আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন। পাট-সুতা ও বস্ত্রকল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের আহ্বায়কের দায়িত্বও পালন করেছেন দীর্ঘদিন। ১৯৬৪ সালে লতিফ বাওয়ানী জুট মিলে সাধারণ শ্রমিক হিসেবে যোগ দেন বীর মুক্তিযোদ্ধা সহিদুল্লাহ চৌধুরী। এরপর পঞ্চাশ বছরের বেশি সময় ধরে শ্রমিক আন্দোলনে যুক্ত ছিলেন তিনি। দেশের প্রতিটি গণ-আন্দোলনে শ্রমিক-জনতার নেতা হিসেবে ভূমিকা রেখেছেন।

বীর মুক্তিযোদ্ধা সহিদুল্লাহ চৌধুরীর মৃত্যুতে বাংলাদেশ ইনস্টিটিউটি অব লেবার স্টাডিজ (বিলস) নির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক শোক বার্তায় তারা বলেছে, তার মৃত্যুতে ট্রেড ইউনিয়ন আন্দোলনের অপূরণীয় ক্ষতি হয়েছে। নেতারা মরহুমের আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এসএম