ব্রাহ্মণবাড়িয়ায় হাফ ম্যারাথন অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়ার সরকারি কলেজ মাঠে তরুণ, প্রবীণ, শিশুসহ ৪০০ দৌড়বিদের অংশগ্রহণে হাফ ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ জানুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়া রানার্স কমিউনিটির (বিআরসি) উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য ছিল চারটি বিভাগ- ২ কিলোমিটার, ৫ কিলোমিটার, ১০ কিলোমিটার, ও ২১ কিলোমিটার দৌড়। এর মধ্যে ২১ কিলোমিটারের দৌড় শুরু হয় সকাল ৬টা ২০ মিনিটে নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে। বাকি বিভাগগুলো পর্যায়ক্রমে শুরু হয়।
২১ কিলোমিটার দৌড় প্রতিযোগিতায় অংশ নেন ১২০ জন, ১০ কিলোমিটারে ২০০ জন, ৫ কিলোমিটারে ৬০ জন এবং ২ কিলোমিটারে ২০ জন শিশু। অংশগ্রহণকারীদের মধ্যে ৩৫০ জন পুরুষ, ৩০ জন নারী এবং ২০ জন শিশু ছিল। বয়স পঞ্চাশোর্ধ্ব প্রতিযোগী ছিলেন ৩৬ জন।
আরও পড়ুন
পরে দৌড় শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অংশগ্রহণকারী প্রত্যেককে সনদ, শুভেচ্ছা স্মারক, টিশার্ট এবং সকালের নাশতা দেওয়া হয়। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারীরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফির পাশাপাশি নগদ অর্থ পুরস্কার পান। ৯টি বিভাগে মোট ২৭ জনকে পুরস্কৃত করা হয়।
বিআরসির উপদেষ্টা অধ্যাপক দিলারা আক্তার খান বলেন, যুব সমাজের মধ্যে শারীরিক সুস্থতা এবং মাদকবিরোধী মানসিকতা তৈরি করাই আমাদের লক্ষ্য। আমরা চাই মাদকমুক্ত ও সুস্থ সমাজ গড়ে তুলতে। ভবিষ্যতে ৪২ কিলোমিটার ফুল ম্যারাথন আয়োজনের পরিকল্পনা রয়েছে।
নবীনগর উপজেলার জুয়েফা আক্তার বলেন, আমি প্রথমবারের মতো ১০ কিলোমিটার দৌড়েছি। সঙ্গে বাবা ও ভাইও অংশ নিয়েছেন। এটা আমাদের জন্য খুব আনন্দদায়ক ছিল। সুস্থ থাকার জন্য সবার দৌড়ানো উচিত।
বিআরসির প্রধান উদ্যোক্তা রাজন মিয়া ও অলি আহাদ বলেন, আমরা প্রতিদিন নিজের জায়গায় দৌড়াই এবং অন্যদেরও এতে অংশগ্রহণের আহ্বান জানাই। আমাদের লক্ষ্য একটি সচেতন, মাদকমুক্ত এবং সুস্থ জাতি গঠন করা।
বিআরসির এ হাফ ম্যারাথন শুধু প্রতিযোগিতা নয়, এটি একটি উদ্যোগ যা তরুণ প্রজন্মকে সুস্থ থাকার পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন আনার অনুপ্রেরণা জোগায়। এ আয়োজন একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে, যা ভবিষ্যতে আরও বড় আকারে বাস্তবায়নের আশা জাগায়।
মাজহারুল করিম অভি/এমএন