খিলক্ষেতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু
রাজধানীর খিলক্ষেতে নির্মাণাধীন ১৪তলা ভবনের ৬তলা থেকে পড়ে মো. রাহিদ (২৩) নামে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
নিহত রাহিদ চাঁপাইনবাবগঞ্জ জেলার সদরের মো. বদরুল আলমের ছেলে। বর্তমানে আশুলিয়া থানার টোঙ্গরী এলাকায় থাকতেন তিনি।
আরও পড়ুন
নিহতের চাচা রব্বানী জানান, আমার ভাতিজা রাজমিস্ত্রির কাজ করতেন। আজ বিকেলের দিকে খিলক্ষেতের স্বদেশ প্রপার্টির নির্মাণাধীন ১৪তলা ভবনের ৬তলায় ইট গাঁথুনির কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি খিলক্ষেত থানা পুলিশকে জানিয়েছি।
এসএ/এমএ