রাজধানীর হাজারীবাগ থানার হিলটন টাওয়ার থেকে কাজী সুরাইয়া (৫২) নামে এক নারীর ঝুলন্ত উদ্ধার করেছে পুলিশ। তিনি সোনালী ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম) ছিলেন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃতের ভাই কাজী আব্দুল্লাহ মামুন জানান, আমার বোন কাজী সুরাইয়া বেশ কিছুদিন আগে স্ট্রোক করেছিলেন। এরপর থেকে তিনি অফিসে ঠিকমতো কাজকর্ম করতে পারতেন না। স্ট্রোক করার পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। আজ দুপুরের দিকে সবার অগোচরে নিজের রুমে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন। পরে পুলিশ এসে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক বোনকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, বর্তমানে কাজী সুরাইয়া হাজারীবাগ থানার হিলটন টাওয়ারের ২৫-১/২ বাশার তৃতীয় তলায় থাকতেন। আমাদের বাড়ি সাভারের জলেশ্বর এলাকায়। আমার বাবার নাম মৃত মোহাম্মদ আলী। অনেক বছর আগেই আমার বোনের সঙ্গে তার স্বামীর ডিভোর্স হয়ে যায়। আমার বোনের ২০ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

হাজারীবাগ থানা উপ-পরিদর্শক (এস আই) মেহেদী হাসান বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

এসএএ/এমএন