আগারগাঁওয়ে ফায়ার স্টেশন চায় ইসি
আগারগাঁওয়ের আশেপাশে কোনো ফায়ার স্টেশন না থাকায় একটি ফায়ার স্টেশন চায় নির্বাচন কমিশন। ইতিমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশনা দিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ইসির উপসচিব ও প্রধান নিরাপত্তা কর্মকর্তা শহিদ আব্দুস ছালাম প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালককে একটি নির্দেশনা পাঠিয়েছেন।
বিজ্ঞাপন
নির্দেশনার অনুলিপি জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও অর্থ বিভাগের সচিবের কাছেও পাঠানো হয়েছে।
আরও পড়ুন
নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, আগারগাঁও প্রশাসনিক এলাকায় কেপিআই (কি পয়েন্ট ইনফ্রাস্টাকচার) এবং সিআইআইভুক্ত (ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার) অতি গুরুত্বপূর্ণ নির্বাচন ভবনসহ একাধিক সাংবিধানিক ও জাতীয় গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা রয়েছে। এসব অতি গুরুত্বপূর্ণ স্থাপনায় দুর্ঘটনা বা অগ্নি সংযোগ ঘটলে তাৎক্ষণিক অগ্নি নির্বাপণ বা উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য অত্র এলাকায় কোনো ফায়ার স্টেশন নাই। দূরবর্তী অন্য এলাকার ফায়ার স্টেশন থেকে সংবাদ পাওয়া সাপেক্ষে ফায়ার কর্মী বা উদ্ধারকারী সংস্থা এসে অগ্নি নির্বাপণ কার্যক্রম শুরু করতে হবে। তাৎক্ষণিকভাবে অগ্নি নির্বাপণ কাজ শুরু করতে না পারলে রাষ্ট্রীয় সম্পদ বা প্রাণের ক্ষতি অনেক বেশি হওয়ার সম্ভবনা থাকবে। এ কারণে আগারগাঁও এলাকায় একটি ফায়ার স্টেশন নির্মাণ করা প্রয়োজন।
নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, এসব গুরুত্ব বিবেচনায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অবসরপ্রাপ্ত) আগারগাঁও প্রশাসনিক এলাকায় একটি ফায়ার স্টেশন নির্মাণ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মৌখিকভাবে নির্দেশনা প্রদান করেছেন। এ অবস্থায় নির্বাচন কমিশনারের নির্দেশনা এবং বাস্তবতার আলোকে নির্বাচন ভবনসহ একাধিক সাংবিধানিক ও জাতীয় গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাসমূহের নিরাপত্তা বিবেচনায় আগারগাঁও প্রশাসনিক এলাকায় একটি ফায়ার স্টেশন নির্মাণ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
এসআর/এআইএস