রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডে ছুরিকাঘাতে মো. সজিব (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. হাফিজুর রহমান। 

সজিব মোহাম্মদপুর টাউনহল বিহারি ক্যাম্পের বাসিন্দা। তার বাবার নাম মো. সোহেল।

মো. হাফিজুর রহমান বলেন, মোহাম্মদপুরের পুরান থানা রোডের ফার্টিলিটি সেন্টারের সামনের ছুরিকাঘাতে একজনের মৃত্যুর খবর পাই। পরে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি একটি মারামারি ঘটনায় এই হত্যাকাণ্ড ঘটেছে। মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগের মর্গে পাঠানো হয়েছে।

এ দিকে সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগের মর্গের সামনে গিয়ে দেখা যায়, নিহত সজিবের মা নাসিমা ছেলের শোকে আহাজারি করছেন। তাকে ঘিরে স্বজনরা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন।

সজিবের মা নাসিমা বলেন, ছিনতাইকারীরা আমার ছেলের মোবাইল নেওয়ার জন্য আটকায়। কিন্তু মোবাইল না নিতে পেরে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তার সঙ্গে থাকা এক বন্ধুসহ পথচারীরা সোহরাওয়ার্দী হাসপাতালে আনলে সেখানে মারা যায়।

তিনি আরও বলেন, আমার ছেলে অনলাইনে বাসা বাড়ি বদলের কাজ করত। কারো সঙ্গে দ্বন্দ্ব নেই। আমরা টাউনহল বিহারি ক্যাম্পে থাকি। সামান্য একটা মোবাইলের জন্য আমার ছেলেকে শেষ করে দিল।

এমএসি/এমএন