কামরাঙ্গীরচরে তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান চালিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।
সোমবার (৩০ ডিসেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে তিতাস গ্যাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
অভিযানে কামরাঙ্গীরচরের ঝাউলাহাটি এলাকার এস এম স্টিল, নিউ সরদার এন্টারপ্রাইজ, খান এন্টারপ্রাইজসহ ৪টি নামবিহীন খানাডুলি কারখানার অবৈধ লাইন কিলিং করা হয়। যার মধ্যে বার বার্নার ১৮টি, পাইপ বার্নার ৪টি, স্টার বার্নার ৬টি এবং সিএফটির পরিমাণ ৮ হাজার ২০০।
এ সময় ২১০ ফুট জিআইপাইপ, ৪০ ফুট এমএসপাইপ, ১২টি কম্প্রেসর/বুস্টার, ৩৩০ কেজি বার্নারের মালামাল/লোহার সরঞ্জাম ও ১০টি পাইপ বার্নার জব্দ করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনাকালে মালিক পক্ষের কাউকে পাওয়া যায়নি। যে কারণে তাৎক্ষণিক কোনো দণ্ড আরোপ করা যায়নি।
ওএফএ/জেডএস