রাজধানীর কদমতলী থানার জুরাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. কালাম (৪০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২৩ মে) বিকেল সাড়ে ৫টায় ছাদের কাজ করতে যেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়।

পরে তাকে উদ্ধার করে প্রথমে তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে সন্ধ্যা সাড়ে ৬টায় মৃত ঘোষণা করেন।

তার সহকর্মী বশির গোড়ামী ঢাকা পোস্টকে বলেন, আমরা বাসার ছাদে গাঁথুনির কাজ করছিলাম। তিনি হঠাৎ পড়ে যাচ্ছিলেন। এ সময় বিদ্যুতের পিলারে হাত দিয়ে কয়েকবার চিৎকার দিয়ে উঠেন। পরে তিনি অজ্ঞান হয়ে পড়েন। আমরা তাকে উদ্ধার করে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বাড়ি বরিশাল জেলায়। কয়েকদিন হলো কাজে এসেছি, তার পরিচয় বলতে পারি না।

বাড়ীর মালিক মো. আমিনুল হক ঢাকা পোস্টকে বলেন, আমাদের নিজেদের বাড়ী কদমতলীর নতুন জুরাইনের ১৮৬/১ বাসার কাজের দায়িত্ব তাকে দিয়েছি। ছাদে পানির ট্যাংকির পাশে গাঁথুনির সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) জানান, বিদ্যুৎস্পৃষ্ট একজনকে হাসপাতালে আনার পর তিনি মারা গেছেন। তার লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কদমতলী থানায় আমরা খবর দিয়েছি।

এসএএ/ওএফ