সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হয়েছে ৭ নম্বর ভবনের ৬ থেকে ৯ নম্বর ফ্লোরের কক্ষ, সরঞ্জাম, নথি-পত্র ও আসবাবপত্র। এতে ক্ষতিগ্রস্ত এসব মন্ত্রণালয় বিভিন্ন জায়গায় অস্থায়ী অফিস স্থাপন করে কার্যক্রম পরিচালনা করছে।

সোমবার (৩০ ডিসেম্বর) ক্ষতিগ্রস্ত এসব মন্ত্রণালয়ের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানিয়েছে, ক্ষতিগ্রস্ত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অস্থায়ী অফিসের কার্যক্রম চলছে আব্দুল গনি রোডের রেলভবনে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অফিসের কার্যক্রম চলছে জিরো পয়েন্টের জিপিও ভবনে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অস্থায়ী অফিস চলছে ফুলবাড়ীয়ার দক্ষিণ সিটি কর্পোরেশন ভবনে।

যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অস্থায়ী অফিস চলছে জাতীয় ক্রিড়া পরিষদ, পুরানো পল্টন বায়তুল মোকাররম গেট। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অস্থায়ী অফিস চলছে বিজয়নগরের শ্রম ভবনে এবং অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অস্থায়ী অফিস চলছে ১১ নম্বর ভবনে অর্থ উপদেষ্টার দপ্তরে৷

এমএম/এসএম