বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শেখ হাসিনার পরবর্তী বাংলাদেশ কেমন হবে সেটা চিন্তা করে বাংলাদেশের প্রায় সব রাজনৈতিক দল মিলে আমরা ৩১ দফা সংস্কারের প্রস্তাব দেড় বছর আগেই দিয়েছিলাম। সব সংস্কারের কথা সেখানে বলা আছে। সুতরাং সংস্কার নিয়ে নতুন করে কারো এত উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। জাতীয় সরকার করে বিএনপি ৩১ দফা সংস্কার পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবে।

রোববার (২৯ ডিসেম্বর) চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে নতুন শিক্ষার্থীদের শিক্ষাবর্ষ সমারম্ভ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, শিক্ষা ও স্বাস্থ্যখাতে ইনভেস্টমেন্ট ছাড়া আপনি একটি দেশকে এগিয়ে নিতে পারবেন না। সুস্থ-সবল ও মেধাবীরাই তো এ দেশকে এগিয়ে নেবে। আমরা সঠিক জায়গায় ইনভেস্ট করিনি। আমরা ইনভেস্ট করেছি পদ্মা সেতু ও টানেলে। আমরা প্রায়োরিটির ভিত্তিতে কোনো ইনভেস্ট করিনি। আমাদের প্রায়োরিটি বেসিস ইনভেস্টমেন্ট দরকার শিক্ষা ও স্বাস্থ্যখাতে। এ দুই খাতে ইনভেস্টমেন্ট ছাড়া দক্ষ মানবসম্পদ তৈরি করা সম্ভব নয়।

সিভাসুর পরিচালক (ছাত্রকল্যাণ) অধ্যাপক ড. মোহাম্মদ রাশেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লুৎফুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, সিভাসুর ট্রেজারার অধ্যাপক ড. মো. কামাল, ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন ড. ফেরদৌসী আকতার, ফিশারিজ অনুষদের ডিন ড. শেখ আহমাদ-আল-নাহিদ ও প্রক্টর ড. মোহাম্মদ মাহবুবুর রহমান এবং চারজন নবাগত শিক্ষার্থী বক্তব্য দেন।

আরএমএন/এএমকে