শিবির সেক্রেটারি
শিবির প্রতিটি শহীদকে নিজের দলের সদস্যের মতো ‘ওন’ করে
ছাত্রশিবির জুলাই অভ্যুত্থানের শহীদদের নিয়ে রাজনীতি করে না। ছাত্রশিবির প্রতিটি শহীদকে নিজের দলের সদস্যের মতো ‘ওন’ করে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম।
রোববার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে আয়োজিত ‘Shibir Meets Brilliance' শীর্ষক মতবিনিময় সভায় শিবিরের শহীদ তালিকা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।
বিজ্ঞাপন
শিবির সেক্রেটারি জেনারেল বলেন, ছাত্রশিবির ক্রেডিট রাজনীতি করে না। ৫ আগস্টের পরে আমরা ভেবে দেখলাম আমরা যদি শহীদদের লিস্ট প্রকাশ করি তাহলে এরপর ছাত্রদলসহ দেশের অন্যান্য ছাত্র সংগঠনগুলো তাদের শহীদ সংখ্যা প্রকাশ করবে। তখন দেখা যেতো মোট শহীদ হতো সর্বোচ্চ ৫০০ জনের মতো। তাহলে অভ্যুত্থানে বাকি ১০০০ শহীদদের কারা ওন করতো? আমরা চাই না শহীদ নিয়ে রাজনীতি হোক। ছাত্রশিবির প্রথম শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে কিন্তু আমরা ক্রেডিট দাবি করিনি।
আরও পড়ুন
তিনি আরও বলেন, কিছুদিন আগে মাগুরায় ছাত্রদলের একজন শহীদের সন্তান হয়েছে আমি তাকে দেখতে গিয়েছিলাম। এখানে দলীয় কিছু থাকলে আমি যেতাম না। আমরা আমাদের প্রতিটি অঞ্চলের দায়িত্বশীলদের বলে দিয়েছি যেন তারা নিজেদের এলাকার শহীদদের খোঁজ-খবর রাখেন। কে কোনো দলের সেটা যেন কখনো বিবেচনা করা না হয়। আমাদের দায়িত্বশীলরা প্রতিনিয়ত তাদের খোঁজ নিচ্ছেন এবং ভবিষ্যতেও নেবেন।
ছাত্রশিবিরের প্রতিটি শাখায় কমিটি আছে কি-না জানতে চাইলে জাহিদুল ইসলাম বলেন, ১৯৭৭ সাল থেকে আজ পর্যন্ত যতগুলো শাখা-উপশাখা ছিল সবগুলোতে সঠিক সময়ে প্রতি বছর কমিটি হয়েছে৷ কমিটি ঘোষণা হয়নি এমন কোনো বছর নেই।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সেক্রেটারি এস এম ফরহাদের সঞ্চালনায় এবং সভাপতি আবু সাদিক কায়েমের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি অর্পিতা গুলদার, সাধারণ সম্পাদক আদনান মোস্তারি, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মহিউদ্দিন মোজাহিদ মাহী, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন শিবির সম্পর্কিত সমসাময়িক প্রশ্নগুলো উত্থাপন করেন।
পরে উত্থাপিত প্রশ্নগুলোর জবাব দেন- সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এবং ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল শিশির মনির, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি মির্জা গালিব, ঢাবির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম, ঢাবি সভাপতি আবু সাদিক কায়েম।
কেএইচ/এমএন