সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের প্রাথমিক রিপোর্ট আগামীকাল সোমবার (৩০ ডিসেম্বর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন তার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। 

উপ প্রেস সচিব বলেন, তদন্তের কাজ এই মুহূর্তেও চলমান আছে। তদন্তের স্বার্থে যাবতীয় আলামতগুলো সংগ্রহ করা হয়েছে। কিছু আলামত দেশে পরীক্ষা করা হচ্ছে। উনারা যদি প্রয়োজন মনে করেন কিছু আলামত দেশের বাইরে পাঠিয়ে পরীক্ষা-নিরীক্ষা করবেন।

তিনি বলেন, সচিবালয়ে একটি দুর্ঘটনা ঘটেছে। সেই দুর্ঘটনার বিষয় তদন্ত চলমান আছে। এটা একটা ক্রাইম সিন। যে কারণে মানুষের চলাচল সীমিত করা হয়েছে। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ঘোষণার প্রেক্ষিতে কিছু কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হয়েছে। এছাড়া সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করা হয়নি।

তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে চেষ্টা চালানো হচ্ছে দ্রুত সময়ের মধ্যে সাংবাদিকদের অস্থায়ী ভিত্তিতে হলেও এক্সেস দেওয়ার। এর প্রেক্ষিতে আজকে সিদ্ধান্ত হয়েছে, আগামীকাল থেকে অস্থায়ী পাস নিয়ে সাংবাদিকরা সচিবালয়ে যেতে পারবেন। প্রাথমিকভাবে ২০০ সাংবাদিককে অস্থায়ী পাস দেওয়া হবে।

এমএসআই/এমএসএ