রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হয়েছে সাংবাদিক রোজিনা ইসলামকে

সদ্য কারগার থেকে মুক্ত প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামকে সাত শারীরিক সমস্যার কারণে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তার স্বামী মনিরুল ইসলাম মিঠু।

রোববার (২৩ মে) সন্ধ্যায় স্কয়ার হাসপাতালের সামনে মনিরুল ইসলাম মিঠু সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

মনিরুল ইসলাম মিঠু বলেন, করোনার টিকা নেওয়ার পর রোজিনা কোনো বিশ্রাম নিতে পারেননি। তার সাতটি শারীরিক সমস্যা রয়েছে। যার মধ্যে থায়রেড, হাইপারটেনশান, ব্লাডসুগার, ডায়াবেটিস, অ্যাসিডিটি ও গাইনোকোলজিক্যাল সমস্যা অন্যতম। এসব রোগের কারণে তাকে আমরা চেকআপ করাতে স্কয়ার হাসতালে এনেছি।

সাংবাদিক রোজিনা ইসলামের স্বামী মনিরুল ইসলাম মিঠু

তিনি বলেন, রোজিনার প্রাথমিক চেকআপ করবেন চিকিৎসকরা। এরপর তাকে আইসোলেশনে রেখে কোভিড টেস্ট করানো হবে। কোভিড টেস্টে নেগেটিভ এলে তাকে সাধারণ ওয়ার্ডে নিয়ে এসব রোগের চিকিৎসা শুরু হবে। 

রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হয়েছে সাংবাদিক রোজিনা ইসলামকে

রোববার (২৩ মে) বিকেল বিকেল ৪টা ১২ মিনিটে তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন সাংবাদিক রোজিনা ইসলাম। এরপর সন্ধ্যায় তাকে হুইল চেয়ারে বসিয়ে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে। স্বামী মনিরুল ইসলাম মিঠু ছাড়াও রোজিনা ইসলামের মেয়ে আলভিনা ইসলাম (৯) তার সঙ্গে হাসপাতালের ভেতরে প্রবেশ করেছে।

এমএসি/এইচকে