মুন্সীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আটক ৫
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কবুতরখোলা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় চারটি ড্রেজারসহ পাঁচজনকে আটক করেছে কোস্ট গার্ড।
শনিবার (২৮ ডিসেম্বর) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি জানান, আজ বিকেলে বিসিজি কম্পোজিট স্টেশন পদ্মা এবং স্টেশন পাগলার সমন্বয়ে লৌহজং উপজেলার কবুতরখোলা এলাকায় অবৈধ ড্রেজার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের সময় চারটি ড্রেজারসহ পাঁচজনকে আটক করা হয়েছে।
আরও পড়ুন
তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে লৌহজংয়ের সহকারী কমিশনারের (ভূমি) কাছে হস্তান্তর করা হয়েছে।
এমএসি/এমএন