রাজস্ব আদায় বৃদ্ধি ও প্রশাসনিক কাজে গতিশীলতা আনতে ১৪ কর্মকর্তাকে নিজ দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

শুক্রবার (২৭ ডিসেম্বর) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএনসিসির সচিব মোহাম্মদ মামুন উল হাসান একটি অফিস আদেশ জারি করে তাদের অতিরিক্ত দায়িত্ব দেন।

ডিএনসিসির সচিব মোহাম্মদ মামুন উল হাসান জানান, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে রাজস্ব আদায় বৃদ্ধি ও প্রশাসনিক কাজে গতিশীলতা আনতে তাদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

ডিএনসিসি সূত্রে অতিরিক্ত দায়িত্ব পাওয়া কর্মকর্তাদের মধ্যে উপ-কর কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবিনা ইয়াসমিন, আবদুল ওহাব, গোলাম মাওলা খান, মনিরুল ইসলাম, ফরহাদ হোসেন, মোহাম্মদ আলী, আলমগীর হোসেন, হুমায়ন কবীর, আবু সালেহ ইসলাম, হুমায়ন কবীর খান, আজাহার হোসেন, মাছুম হোসেন, বিল্লাল হোসেন এবং লাইসেন্স সুপারভাইজার হিসেবে দায়িত্ব পেয়েছেন আবুল হাসেম।

এএসএস/এসএসএইচ