রাজধানী ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় আহত মো. শফিকুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর ) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে ২০০ নং ওয়ার্ডে বিকেলের দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

নিহত শফিকুল লালমনিরহাট সদরের চিনি পাড়া গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে। বর্তমানে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় ভাড়া থাকতেন।

নিহতের শ্যালক শান্ত জানান, আমার ভগ্নিপতি বেকারির মাল বিভিন্ন দোকানে সরবরাহ করতেন। গত ২/৩ মাস আগে স্ট্রোক করে অসুস্থ হলে আর কাজ করতে পারতেন না। বেশিরভাগ সময়ে বাসায় থাকতেন। আজ দুপুরের দিকে ডেমরা স্টাফ কোয়ার্টারের সামনে রাস্তা পারাপারের সময় ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০০ নম্বর ওয়ার্ডে মারা যান তিনি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে শফিকুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি জানান, শফিকুলের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

এসএএ/এমএসএ