ভাটারায় দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
রাজধানী ভাটারা থানার বুড়িতলা বাজার এলাকায় দুর্বৃত্তের গুলিতে মো. রাকিব হোসেন রাজিব (২৮) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।
গুলিবিদ্ধ রাজিব ভাটারার খিলবাড়ী টেক বুড়িতলা বাজার এলাকার মো. আবুল কাশেমের ছেলে। তিনি প্রাণ কোম্পানিতে চাকরি করতেন বলে জানিয়েছেন স্বজনরা।
বিজ্ঞাপন
বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত তিনটার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
গুলিবিদ্ধ রাজীবের ভাই মো. রিপন জানান, আমার ভাই প্রাণ কোম্পানিতে চাকরি করে। কাজ শেষে গত রাত আড়াইটার দিকে বাসায় ফেরার পথে ভাটারার বুড়িতলা বাজারের কাছে কয়েকজন দুর্বৃত্ত আমার ভাইয়ের পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে তারা আমার ভাইয়ের বুকের ডান পাশে গুলি করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে আমার ভাইকে দ্রুত হাসপাতালে নিয়ে আসি। বর্তমানে জরুরি বিভাগে আমার ভাইয়ের চিকিৎসা চলছে।
কে বা কারা এবং কী কারণে আমার ভাইকে গুলি করেছে তা বলতে পারছি না।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, বুধবার রাত তিনটার দিকে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।
এসএএ/জেডএস