প্রায় পৌনে পাঁচ ঘণ্টা পেরিয়ে গেল। মধ্যরাত অতিক্রম করে দিনের আলো ফুটল। ফায়ার সার্ভিসের প্রাণপন চেষ্টা সত্ত্বেও এখনো নিয়ন্ত্রণে আসেনি দেশের প্রশাসনিক কেন্দ্র সচিবালয়ে লাগা আগুন। সর্বশেষ খবর অনুযায়ী— ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে এমন দৃশ্য দেখা যায়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সচিবালয়ের আগুন নির্বাপণে হাতে থাকা আধুনিক সব সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। ড্রোন দিয়ে ঘটনাস্থল পর্যবেক্ষণ করা হচ্ছে। একই সঙ্গে অত্যাধুনিক লেডার ও ফায়ারফাইটিং ভেহিক্যাল দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালানো হচ্ছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে ২০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

সরেজমিনে দেখা যায়, ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় পাঁচ ঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণে কাজ করলেও আগুনের তীব্রতা কমছে না। সচিবালয়ের সাত নম্বর ভবনের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত দাউ দাউ করে জ্বলছে আগুন। বাইরে থেকেও আগুনের শিখা দেখা যাচ্ছে।

অন্যদিকে আগুনের পাশাপাশি কালো ধোঁয়ার কুণ্ডলীতে ছেয়ে গেছে সচিবালয়। একদিকে দেখা যাচ্ছে ধোঁয়ার কুন্ডলী এবং অন্যদিকে দাউ দাউ করে জ্বলছে আগুন।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। প্রাথমিক পর্যায়ে আগুন লাগার পর ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের সংখ্যা বৃদ্ধি করা হয়। এরপর সচিবালয় এলাকায় মোতায়েন করা হয় বিজিবি সদস্যদের।

এর আগে রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিটটি আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে রাত ১টা ৫৪ মিনিট থেকে। এর কয়েক মিনিটের মাথায় আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে ২০ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এমজে