ত্রিপুরা সম্প্রদায়ের ওপর হামলা : দোষীদের গ্রেপ্তারের নির্দেশ
বান্দরবানে ত্রিপুরা সম্প্রদায়ের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। একই সঙ্গে তিনি দোষীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন।
বুধবার (২৫ ডিসেম্বর) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. রেজুয়ান খানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা গত মঙ্গলবার বান্দরবানে ত্রিপুরা সম্প্রদায়ের ওপর অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বান্দরবান জেলা প্রশাসন ও পুলিশকে পূর্ণ তদন্ত করে অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার এবং ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা জোরদারসহ সরকারি প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করার জন্য নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুন
বান্দরবান জেলা কর্তৃপক্ষ অগ্নিদগ্ধ বাড়িঘর পুনর্নির্মাণের জন্য সব ধরনের সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকেও এ সংক্রান্ত আরও সহায়তা প্রদান করা হবে বলে জানিয়েছেন উপদেষ্টা।
এমএইচএন/এমজে