বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট নাদিয়া সুলতানা গরীব, দুঃস্থ ও শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন।

বুধবার (২৫ ডিসেম্বর) গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার বালাশী ঘাটে গরীব, দুঃস্থ ও শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন তিনি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, শীতার্ত মানুষের কষ্ট লাঘবে পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট নাদিয়া সুলতানা। কনকনে শীতের মধ্যে বেশ কিছু অঞ্চলের মানুষ যখন ঘর হতে বের হতে দ্বিধাগ্রস্থ, তখন তিনি ছুটে চলেছেন দেশের প্রত্যন্ত অঞ্চলে। অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন পরম মমতায়। ছিন্নমূল ও খেটে খাওয়া এ সব মানুষের মুখে ফুটিয়েছেন অনাবিল হাসি।

এমএসি/এমজে