ঢাকা মহানগর পুলিশের(ডিএমপি) বিমানবন্দর থানার ওসিকে বদলি করা হয়েছে। তার জায়গায় নতুন ওসি হিসেবে নিযুক্তির আদেশপ্রাপ্ত হয়েছেন ইন্সপেক্টর তাসলিমা আক্তার।

আজ বুধবার(২৫ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে ডিএমপি'র উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন বিভাগের নিরস্ত্র ইন্সপেক্টর তাসলিমা আক্তারকে বদলি করা হয়েছে।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

জেইউ / এআইএস