সারবাহী জাহাজ এমভি আল-বাখেরার সাত নাবিককে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনার সঠিক তদন্ত ও বিচার নিশ্চিতের দাবি জানিয়েছে সাধারণ নাবিক ঐক্য পরিষদ।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। পরিষদটি মোট ৪টি দাবি জানায়।

পরিষদের অন্য ৩টি দাবি হচ্ছে— অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা; নৌপথে নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা এবং অভ্যন্তরীণ মেরিন সেক্টরে নিরাপত্তা তদারকির জন্য একটি স্বাধীন মনিটরিং সিস্টেম চালু করা।

মানববন্ধনে সাধারণ নাবিকরা বলেন, দেশের নৌপরিবহণ সেক্টরে ঘটে যাওয়া চরম নৃশংসতা ও নির্মমতার আরেকটি দৃষ্টান্ত স্থাপন হয়েছে গতকাল মাঝের চরে অবস্থানরত আল-বাখেরা নামক জাহাজে সশস্ত্র ডাকাতি। এই ন্যাক্কারজনক ঘটনায় ৭জন নাবিক নির্মমভাবে নিহত হয়েছেন এবং গুরুতর আহত আরও ৩ জনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ২ জনের। এ মর্মান্তিক ঘটনা দেশের নৌ শ্রমিক ও নাবিক সমাজে চরম আতঙ্ক, ক্ষোভ এবং নিরাপত্তাহীনতার সঞ্চার করেছে।

তারা বলেন, এ ঘটনা আবারও প্রমাণ করেছে অভ্যন্তরীণ মেরিন সেক্টরে নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে কতটা উদাসীন ও দায়িত্বজ্ঞানহীনতা প্রদর্শন করা হচ্ছে। যেখানে নাবিকরা দিনরাত দেশের অর্থনীতির মূল চাকা সচল রাখতে কাজ করছেন, সেখানে তাদের জীবন নিয়ে এমন উদাসীন আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

তারা আরও বলেন, নাবিকরা এ দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। অথচ তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের চরম ব্যর্থতা আজ আমাদের এখানে দাঁড় করিয়েছে। আমরা সবার প্রতি আহ্বান জানাই, যাতে এ ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দ্রুত বিচার সম্পন্ন হয়। অন্যথায় আমরা বাধ্য হব জাহাজ চলাচল বন্ধ করে দিয়ে নিজেদের অধিকার রক্ষার জন্য কঠোর কর্মসূচি গ্রহণ করতে।

মানববন্ধনে সাধারণ নাবিক ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক মোহাম্মদ রাসেল, যুগ্ম-আহ্বায়ক মো. আল-আমিন, রকিবুল ইসলামসহ অন্যান্য সদস্য নাবিকরা উপস্থিত ছিলেন।

এমএইচএন/এআইএস