নতুন ট্রেনে ৪৪৫ টাকায় ঢাকা থেকে খুলনা ও বেনাপোল
‘পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের’ পুরো ১৭২ কিলোমিটার রেলপথেই বাণিজ্যিকভাবে যাত্রীবাহী ট্রেন চলাচলা শুরু হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ৬টায় খুলনা থেকে ছেড়ে আসা ‘জাহানাবাদ এক্সপ্রেস’ এই পথের প্রথম বাণিজ্যিক ট্রেন। আর বেলা ১১টার দিকে একই রেক দিয়ে ঢাকা থেকে বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ‘রূপসী বাংলা এক্সপ্রেস’ দ্বিতীয় ট্রেন।
এই ট্রেন দুটি দিয়েই সবচেয়ে কম খরচে ও কম সময়ে ঢাকা থেকে খুলনা ও বেনাপোল যাওয়া যাচ্ছে। ঢাকা থেকে দুটি গন্তব্যেই যেতে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪৪৫ টাকা। এছাড়া ঢাকা থেকে নতুন রেলপথে নতুন ট্রেনে বেনাপোল যাওয়া যাচ্ছে ৩ ঘণ্টা ৪০ মিনিটে এবং খুলনা যাওয়া যাচ্ছে ৩ ঘণ্টা ৪৫ মিনিটে।
বিজ্ঞাপন
খুলনার পথে ভাড়া ও থামবে যেসব স্টেশনে
খুলনা-ঢাকা-খুলনা রুটের নতুন ট্রেন জাহানাবাদ এক্সপ্রেস (৮২৫/৮২৬)। ট্রেনটি খুলনা থেকে ছাড়ে সকাল ৬টায় এবং ঢাকা থেকে ছাড়ে রাত ৮টায়।
খুলনা বা ঢাকা, উভয় পথে ট্রেনের শোভন চেয়ার (নন-এসি চেয়ার) আসনের ভাড়া ৪৪৫ টাকা; স্নিগ্ধা (এসি চেয়ার) আসনের ভাড়া ৮৫১ টাকা এবং এসি সিট (কেবিন) আসনের ভাড়ার ১ হাজার ১৮ টাকা।
উভয় দিকের যাত্রাপথে ট্রেনটি নোয়াপাড়া, সিঙ্গিয়া জংশন, লোহাগাডা, কাশিয়ানী জংশন এবং ভাঙ্গা জংশন স্টেশনে যাত্রা বিরতি করবে।
আরও পড়ুন
বেনাপোলের পথে ভাড়া ও থামবে যেসব স্টেশনে
বেনাপোল-ঢাকা-বেনাপোল রুটের নতুন ট্রেন রূপসী বাংলা এক্সপ্রেস (৮২৭/৮২৮)। ট্রেনটি ঢাকা থেকে ছাড়ে সকাল ১০টা ৪৫ মিনিটে এবং বেনাপোল থেকে ছাড়ে বিকেল ৩টা ২৫ মিনিটে।
বেনাপোল বা ঢাকা, উভয় পথে ট্রেনের শোভান চেয়ার (নন-এসি চেয়ার) আসনের ভাড়া ৪৪৫ টাকা; স্নিগ্ধা (এসি চেয়ার) আসনের ভাড়া ৮৬৯ টাকা এবং এসি সিট (কেবিন) আসনের ভাড়ার ১ হাজার ৪১ টাকা।
উভয় দিকের যাত্রাপথে ট্রেনটি যশোর জংশন, নড়াইল, কাশিয়ানি জংশন ও ভাঙ্গা জংশন স্টেশনে যাত্রাবিরতি করবে।
দুটি ট্রেনেরই সাপ্তাহিক বন্ধের দিন থাকবে সোমবার এবং ট্রেন দুটিতে ১২টি কোচে মোট ৭৬৮টি আসন রয়েছে।
এমএইচএন/এসএম