প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। সেইসব খবর থেকে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। আজ সোমবার দুপুরে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীও একই কথা জানিয়েছেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সাবেক প্রধানমন্ত্রীকে বিচারের সম্মুখীন করার জন্য বাংলাদেশ ফেরত চেয়েছে। এটা ভারতকে জানানো হয়েছে। তিনি আরও বলেন, ‘এ বিষয়ে ভারতকে নোট ভারবাল পাঠানো হয়েছে।’

এর পাশাপাশি অন্যান্য খবরগুলো দেখে আসি—

প্রথম আলো

শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে ঢাকার চিঠি, জানালেন পররাষ্ট্র ও স্বরাষ্ট্র উপদেষ্টা

এর আগে সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘তাঁকে (শেখ হাসিনা) প্রত্যর্পণের জন্য ভারতকে অনুরোধ জানাতে এরই মধ্যে আমাদের (স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের) চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এটা প্রক্রিয়াধীন আছে। আমাদের সঙ্গে তাদের একটা এক্সট্রাডিশন (প্রত্যর্পণ) চুক্তি আছেই।’ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তরে বিজিবি দিবস-২০২৪ উপলক্ষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী এসব কথা জানান।

সমকাল

‘হর্ন বাজানো নিষেধ’ এলাকায় শব্দদূষণ কমেছে সামান্যই

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও এর সামনে তিন কিলোমিটার মহাসড়ক ‘নীরব এলাকা’ ঘোষণা করা হয়। ওই সড়কের বিভিন্ন স্থানে টাঙানো বোর্ডে লেখা, ‘হর্ন বাজানো নিষেধ’। উচ্চ শব্দ ঠেকাতে গেল কয়েক মাসে অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হলেও তা অনেকেই কানে তুলছেন না। 

তবে গবেষকরা এই নীরব এলাকায় শব্দের উপস্থিতি কিছুটা কমার প্রমাণ পেয়েছেন। নীরব এলাকা ঘোষণার আগের পাঁচ দিন, পরের পাঁচ দিন এবং ঘোষণার দুই মাস পরের পাঁচ দিনের নমুনা বিশ্লেষণ করে গবেষকরা বলছেন, ২০০৬ সালের শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা অনুযায়ী, নীরব এলাকায় দিনের বেলায় শব্দের মাত্রা থাকবে ৫০ ডেসিবেল এবং রাতের বেলায় ৪০ ডেসিবেল। অথচ বিমানবন্দর এলাকার তিন কিলোমিটারের মধ্যে চার স্থানে কখনোই শব্দের মান মাত্রা ৫০-এর ঘরে নামেনি। তবে বেশির ভাগ এলাকায় আগের চেয়ে ০.৫৮ শতাংশ থেকে ৬ শতাংশ শব্দদূষণ কমলেও বিমানবন্দরের মূল প্রবেশপথে ০.৯৪ শতাংশ এবং অভ্যন্তরীণ বিমান চলাচল প্রবেশপথে ১.১৯ শতাংশ শব্দদূষণ বেড়েছে।

বণিক বার্তা

আরো তীব্র হয়েছে ব্যাংকগুলোর ডলার সংকট

চলতি মাসে অতীতের যেকোনো সময়ের তুলনায় ব্যাংকের মাধ্যমে বেশি রেমিট্যান্স আসছে। রফতানি আয়ও প্রবৃদ্ধির ধারায়। এর পরও দেশের ব্যাংকগুলোয় ডলারের সংকট তীব্র হয়ে উঠেছে। পরিস্থিতি সামাল দিতে বাড়তি দামে রেমিট্যান্সের ডলার কিনছে বেশির ভাগ ব্যাংক। এ পরিস্থিতিতে ব্যাংকের পাশাপাশি কার্ব মার্কেটেও (খুচরা বাজার) ডলারের বিনিময় হার ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে। গতকাল এক্সচেঞ্জ হাউজগুলোয় প্রতি ডলার ১২৯ টাকায়ও কেনাবেচা হয়েছে।

চাহিদা বেড়ে যাওয়ায় বাণিজ্যিক ব্যাংকগুলোর বিদেশী হিসাবে (নস্ট্র অ্যাকাউন্ট) ডলার স্থিতি কমে এসেছে। চলতি বছরের জুন শেষে ব্যাংকগুলোর বিদেশী হিসাবে স্থিতির পরিমাণ ছিল ৬১০ কোটি ৩৩ লাখ ডলার। ধারাবাহিকভাবে কমে নভেম্বর শেষে তা ৪৩৮ কোটি ৩৮ লাখ ডলারে নেমে এসেছে। সে হিসাবে চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম পাঁচ মাসে ব্যাংকগুলোর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে ১৭১ কোটি ৯৫ লাখ ডলার বা ২৮ দশমিক ১৭ শতাংশ।

যুগান্তর

আবারও ক্ষমতা পাচ্ছে ইসি

তফশিল ঘোষণার পর যে কোনো পর্যায়ে জাতীয় সংসদ নির্বাচন বন্ধের ক্ষমতা আবারও নির্বাচন কমিশনের হাতে ফিরতে যাচ্ছে। ওই ক্ষমতা পেলে তফশিল ঘোষণা থেকে ফলাফলের গেজেট প্রকাশ পর্যন্ত সময়ের মধ্যে বিরূপ পরিবেশ তৈরি হলে পুরো নির্বাচনই বাতিল করতে পারবে ইসি। এজন্য গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ৯১(এ) উপধারা সংশোধনের সুপারিশ করার বিষয়ে একমত হয়েছেন নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সদস্যরা। এছাড়া প্রার্থীদের হলফনামায় অসত্য তথ্য দিলে বা তথ্য গোপন করলে ওই প্রার্থীর প্রার্থিতা যে কোনো সময়ে বাতিলের ক্ষমতা পাচ্ছে ইসি। এমনকি সংসদ-সদস্য নির্বাচিত হওয়ার পরও তা বাতিল করতে পারবে কমিশন। এটিসহ আরও কিছু ক্ষমতা ইসিকে দেওয়ার বিষয়ে সুপারিশ করতে যাচ্ছে এ কমিশন। ১ জানুয়ারির মধ্যে কমিশনের প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেওয়ার কথা রয়েছে। যদিও ইতোমধ্যে একটি প্রাথমিক প্রতিবেদন সরকারের কাছে জমা দিয়েছে কমিটি। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। 

সমকাল

উত্তরাঞ্চলে তরল দুধের গরল কারবার

পাবনার ফরিদপুরের ডেমরা ইউনিয়নের গ্রাম চকচকিয়া। ক্রেতা সেজে সন্ধ্যার কিছু পরে গ্রামে ঢুকতেই নাকে এলো রাসায়নিকের ঝাঁজালো গন্ধ। প্রায় আধা কিলোমিটার হেঁটে একটি টিনশেড ঘরে ঢুকেই চক্ষু চড়কগাছ। মেঝেতে ছড়িয়ে রয়েছে কস্টিক সোডার প্যাকেট, স্কিমড মিল্ক পাউডার আর চিনির বস্তা। ঘরের এক কোণে ডিটারজেন্টের প্যাকেট ও পাম অয়েলের ড্রাম। কয়েকজন শ্রমিক এগুলো পরিমাণমতো মিশিয়ে বানাচ্ছেন দুধের মতো এক ধরনের সাদা তরল। এটিই নাকি ‘আসল দুধ’! কিছু শ্রমিক প্লাস্টিকের বড় বোতলে তরল ভরছেন। তাদের তৈরি ‘তরল দুধের বিষ’ ভোরের আলো ফোটার আগেই ট্রাকে করে চলে যাচ্ছে রাজধানী ঢাকাসহ দেশের নানা প্রান্তে। 

চকচকিয়ার মতো আশপাশের কয়েক গ্রামে প্রতি রাতেই চলে নকল দুধের কারবার। কারখানার এক শ্রমিক জানান, প্রতিদিন শুধু তাদের কারখানা থেকে ৩০০ থেকে ৫০০ লিটার নকল দুধ চলে যায় দেশের বিভিন্ন মিষ্টির দোকান ও প্যাকেটজাত দুধ প্রস্তুতকারক কোম্পানির কাছে। সে হিসাবে শুধু এ ইউনিয়নেই কয়েক হাজার লিটার নকল দুধের কারবার চলে। 

মানবজমিন

ডেঞ্জার জোন পূর্বাচল

দৃষ্টিনন্দন পূর্বাচল ৩০০ ফিট সড়ক রাতারাতি যেমন দর্শনার্থীদের নজর কেড়েছে ঠিক একই সময়ে সেটি মৃত্যুজোন বা ডেঞ্জার জোনে পরিণত হয়েছে। ছিনতাই, ডাকাতি, সড়ক দুর্ঘটনা সেখানে নিত্যদিনের ঘটনা। মাতাল তরুণ-তরুণীরা বেপরোয়া গতির গাড়ি চালিয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটাচ্ছে। নিজেরা যেমন নিহত হচ্ছে ঠিক তেমনি তাদের কারণে আরও অনেক বাবা-মায়ের কোল খালি হচ্ছে। এসব ছাড়াও মাদকসেবন, অপরাধীরা হত্যা করে লাশ ফেলে রাখার প্রবণতা পূর্বাচলের এই সড়কে বাড়ছে। 

যান্ত্রিক কোলাহল থেকে মুক্তি ও মানসিক স্বস্তি পেতে রাজধানীবাসীর পছন্দের এই স্পট শুধু তাদের জন্যই আতঙ্কের হচ্ছে না। এই সড়কের আশেপাশের বাসিন্দারাও এখন রীতিমতো আতঙ্কিত। কারণ তাদের চোখের সামনে প্রায়ই নানা অপ্রীতিকর ঘটনা ঘটছে। পূর্বাচলে একের পর এক দুর্ঘটনা ঘটায় খোদ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও এ নিয়ে মাথাব্যথা রয়েছে। যদিও এখন পর্যন্ত দৃশ্যত কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। শুধুমাত্র নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও ঢাকা মহানগর পুলিশের কয়েকটি চেকপোস্টই ওই সড়কে চোখে পড়ে।  

প্রথম আলো

আন্তক্যাডার দ্বন্দ্ব বাড়ছে সরকারি চাকরিতে

পদ-পদোন্নতিসহ চাকরিসংক্রান্ত নানা দাবিতে এখন পরস্পরবিরোধী অবস্থান নিয়েছেন বিসিএসের বিভিন্ন ক্যাডারের কর্মকর্তারা। এ নিয়ে সরকারি চাকরিতে আন্তক্যাডার দ্বন্দ্ব বাড়ছে। দাবি নিয়ে প্রশাসন ক্যাডারের বড় জমায়েতের এক দিনের ব্যবধানে আজ মঙ্গলবার এক ঘণ্টার ‘কলমবিরতি’র মাধ্যমে প্রকাশ্যে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন ২৫টি ক্যাডারের কর্মকর্তারা। পর্যায়ক্রমে তাঁরা মানববন্ধন ও সমাবেশও করতে চান।

২৫ ক্যাডারের মধ্যে কর্মকর্তার সংখ্যার দিক দিয়ে বড় ক্যাডার শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার। এই দুই ক্যাডারে কর্মকর্তা রয়েছেন যথাক্রমে প্রায় ১৬ হাজার ও ৩০ হাজারের বেশি। তাঁদের ক্যাডারের বাইরে রাখার সুপারিশের প্রতিবাদে মাঠে নেমেছেন এই দুটি ক্যাডারের কর্মকর্তারা।

বণিক বার্তা

আমনের ফলন লক্ষ্যের চেয়ে ২৮ লাখ টন কম হওয়ার আশঙ্কা

দেশে গত ২০২৩-২৪ অর্থবছরের আমন মৌসুমে ধানের ফলন হয়েছিল ১ কোটি ৬৬ লাখ টনের বেশি। চলতি অর্থবছরে ১ কোটি ৭৮ লাখ টন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)। আর খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের (এফপিএমইউ) হিসাবে ফলনের লক্ষ্য ধরা হয়েছিল ১ কোটি ৬৮ লাখ টন। তবে সাম্প্রতিক দুটি বন্যা এবার আমনের উৎপাদনে ব্যাঘাত ঘটিয়েছে। তাই ধানের ফলন গতবারের তুলনায় কমে ১ কোটি ৪০ লাখ টনে নেমে আসতে পারে বলে আশঙ্কা করছে মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ)। সে অনুযায়ী এফপিএমইউর লক্ষ্যের তুলনায় এবার ২৮ লাখ টন কম ফলন হতে পারে।

কালের কণ্ঠ

এক কম্পানিকে ২৫ প্লট বরাদ্দ!

রপ্তানিমুখী জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফরচুন সুজ। এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে শেয়ারবাজারে কারসাজির অভিযোগ রয়েছে। এমনকি প্রতিষ্ঠানটি প্রায় দেউলিয়া পর্যায়ে রয়েছে। তাদেরই সহযোগী প্রতিষ্ঠান ফরচুন ইনভেনশন অ্যান্ড টেকনোলজি।

সেই কম্পানি ২৫টি প্লট বরাদ্দ পেয়েছে। আওয়ামী লীগের প্রবীণ নেতা আমির হোসেন আমুর নির্বাচনী এলাকা ঝালকাঠি বিসিক শিল্পনগরীতে এই প্লট বরাদ্দ দেওয়া হয়, যা শিল্পনগরীর মোট প্লটের প্রায় এক-তৃতীয়াংশ। প্লটগুলো ফাঁকাই পড়ে আছে। আমু একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এই মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন।

এছাড়া তথ্য নিশ্চিত করেছে দিল্লি / শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ; রাষ্ট্রপতির একক ক্ষমতা কমানোর সুপারিশ; মির্জা ফখরুল / ৫ আগস্টের মতো আবারও রাস্তায় নামতে হবে; সরকারকে সময় বেঁধে দিয়ে এস আলমের নোটিশ; নোঙর করা জাহাজে ৭ খুন কারণ নিয়ে ধোঁয়াশা—সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।