মালদ্বীপের প্রসিকিউটর জেনারেল আব্বাস শরিফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনে ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ।

রোববার (২২ ডিসেম্বর) হওয়া সাক্ষাতে মালদ্বীপে বর্তমানে বাংলাদেশিদের যে সব মামলা চলমান আছে সেগুলো দ্রুত সম্পন্ন করার জন্য অনুরোধ করেছেন ভারপ্রাপ্ত হাইকমিশনার।

এছাড়া ছোটখাট কোনো অপরাধে মামলা না পরিচালনা করে তাদের দেশে ফেরত পাঠানোর বিষয়ে অনুরোধ জানানো হয়। যে সব প্রবাসীর মামলা পরিচালনার আর্থিক সঙ্গতি নাই তাদের রাষ্ট্রের পক্ষ থেকে আইনজীবী দেওয়ার জন্য অনুরোধ জানান হাইকমিশনার।

এসময় প্রসিকিউটর উত্থাপিত বিষয়গুলো গুরত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন।

এনআই/এসএম