বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের সুযোগ অনুসন্ধানে চীনের একটি উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বৈঠক করেন। বৈঠকে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে চীন। 

সোমবার (২৩ ডিসেম্বর) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) থেকে এ তথ্য জানানো হয়।

বৈঠকে চীনা প্রতিনিধি দলের সদস্যরা এলওএন’র গ্রিন এনার্জি টেকনোলজি কো. লিমিটেড, টংগোই কো. লিমিটেড এবং ইউনান শো-এর মতো শীর্ষ স্থানীয় নবায়নযোগ্য জ্বালানি কোম্পানির প্রতিনিধিত্ব করেন। তাদের উন্নত প্রযুক্তি এবং সফল আন্তর্জাতিক প্রকল্পগুলো উপস্থাপন করেন। তারা বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি বিশেষত সৌরশক্তি খাতে বিনিয়োগের ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করেছেন।

বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগের বিশাল সম্ভাবনা রয়েছে। সরকার বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ। এ ছাড়া কর অবকাশ, শুল্কমুক্ত পণ্য আমদানি এবং দক্ষ শ্রমশক্তি প্রদানের মতো বিভিন্ন সুবিধা দিচ্ছে। বিডা ও বেজা দেশি-বিদেশি বিনিয়োগকারীদের পূর্ণ সহায়তা প্রদান করতে সর্বদা প্রস্তুত থাকে, যার ফলে বাংলাদেশ হয়ে উঠেছে আদর্শ বিনিয়োগের নিরাপদ গন্তব্যে।

বিডার ব্যবসা উন্নয়ন বিভাগের প্রধান নাহিয়ান রহমান রোচি বলেন, বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের অনন্য সম্ভাবনা রয়েছে। এ ছাড়া স্থানীয় বাজারের ক্রমবর্ধমান চাহিদা, উৎপাদনের সুবিধা এবং বিনিয়োগের উচ্চ মুনাফার সুযোগ রয়েছে। দেশের শিল্প কারখানাগুলোতে সৌরশক্তির ব্যবহার বাড়ানোর জন্য সরকার বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে, যার মধ্যে ছাদ সৌরশক্তি ব্যবস্থা অন্যতম।

চীনা প্রতিনিধি দলের সদস্য ওয়াং ফেং বলেন, আমরা বাংলাদেশের জ্বালানি খাতের বাজার চাহিদা, বিনিয়োগ নীতি এবং সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে গভীরভাবে জানতে আগ্রহী। চীন ও বাংলাদেশের মধ্যে ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা এবং ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করতে আমরা প্রস্তুত।

বৈঠক শেষে আয়োজিত নেটওয়ার্কিং সেশনে স্থানীয় সৌর শক্তি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, বাণিজ্যিক ব্যাংক, আইন সংস্থা এবং আন্তর্জাতিক শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। এই সেশনে অংশগ্রহণকারীরা সম্ভাব্য সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করেন। 

এসআর/এসএন