হংকং-এ বাংলাদেশি ১০ নারী পেলেন রেমিট্যান্স অ্যাওয়ার্ড
হংকং-এ কর্মরত বাংলাদেশি নারী কর্মীদের নিয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৪ এবং জাতীয় প্রবাসী দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে। এ এসময় ১০ নারী কর্মীকে রেমিট্যান্স অ্যাওয়ার্ড দেওয়া হয়।
রোববার (২২ ডিসেম্বর) দিবস দুটি উদযাপন করে হংকং-এ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল।
বিজ্ঞাপন
কনসাল জেনারেল ইসরাত আরা বলেন, প্রবাসে কর্মরত কর্মীদের কল্যাণে প্রধান উপদেষ্টার নেতৃত্বে অন্তবর্তীকালীন সরকার নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে বৈধপথে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী নারী কর্মীদের রেমিট্যান্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।
আরও পড়ুন
অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ গড়তে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ২৭ নভেম্বর থেকে কনস্যুলেটে চালুকৃত ই-পাসপোর্ট সেবা প্রবাসীদের সুবিধার্থে মাসের একটি ছুটির দিনে কনস্যুলেট কিছু সময় খোলা রেখে বিশেষ কনস্যুলার সেবা প্রদান করা হবে।
এনআই/এমএসএ