প্রশাসন ছাড়া বাকি ২৫ ক্যাডারের সমন্বয়ে বিএএসএসপিও-২৫ গঠন
প্রশাসন ক্যাডার ব্যতীত ২৫ ক্যাডারের উপসচিব ও তার উপরের পর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সিনিয়র সার্ভিস পুল অফিসার্স (২৫ ক্যাডার) (বিএএসএসপিও-২৫) গঠন করা হয়েছে।
রোববার (২২ ডিসেম্বর) সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
এতে বলা হয়, বৈষম্যমুক্ত, মেধাভিত্তিক ও জনবান্ধব জনপ্রশাসন গড়ার প্রত্যয়ে প্রশাসন ক্যাডার ব্যতীত ২৫ ক্যাডারের উপসচিব ও তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত হয় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সিনিয়র সার্ভিস পুল অফিসার্স (২৫ ক্যাডার) (বিএএসএসপিও-২৫)।
গতকাল শনিবার রাজধানী ঢাকার অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. মাজেদুল ইসলামকে আহ্বায়ক, অর্থ বিভাগের উপসচিব ড. মো. নুরুল আমিনকে এক নম্বর যুগ্ম আহ্বায়ক ও মুখপাত্র, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব ড. নাশিদ রিজওয়ানা মনিরকে দুই নম্বর যুগ্ম আহ্বায়ক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুল ইসলামকে সদস্য-সচিব করে ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটি অ্যাসোসিয়েশনের সব সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে জাতি যে শোষণ ও দুর্নীতিমুক্ত এবং বৈষম্যহীন সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে তা অর্জনের লক্ষ্যে বৈষম্যমুক্ত, মেধাভিত্তিক ও জনবান্ধব জনপ্রশাসন গড়তে সবার সহযোগিতা কামনা করেন।
এসএইচআর/এমজে