মানুষ জিম্মি করে কেন আন্দোলন? চিকিৎসকদের সঙ্গে তর্কে পথচারীরা
আজ (রোববার) দুপুর ১টা থেকে রাজধানীর শাহবাগ এলাকা অবরোধ করেছেন ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনরত পোস্টগ্র্যাজুয়েট বেসরকারি প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। এতে করে চার ঘণ্টারও অধিক সময় ধরে অবরুদ্ধ হয়ে আছে সাইন্সল্যাব, কারওয়ান বাজার, মৎস্য ভবনসহ আশপাশের বিভিন্ন এলাকা।
এ সময় অতিষ্ঠ হয়ে আন্দোলনকারীদের সঙ্গে পথচারীদের তর্ক-বিতর্ক ও বাগবিতণ্ডা হতেও দেখা গেছে। ক্ষোভ প্রকাশ করে পথচারীরা বলছেন, আপনাদের দাবি আদায়ের জন্য আমাদের কেন ঘণ্টার পর ঘণ্টা জিম্মি করে রাখতে হবে?
বিজ্ঞাপন
রোববার (২২ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে শাহবাগ এলাকায় সরেজমিনে এই চিত্র দেখা গেছে।
পথচারী আমিনুল ইসলাম বলেন, মোটরসাইকেল নিয়ে দুপুর থেকে একই জায়গায় বসে আছি। অথচ আমার একটা চাকরির ইন্টারভিউ ছিল। কোনোদিকেই আমি যেতে পারছি না। চতুর্দিকে ব্লক হয়ে আছে। এভাবে যদি আমাদের জিম্মি করে ফেলা হয়, তাহলে আমরা কোথায় যাব?
আরও পড়ুন
তিনি বলেন, এটাতো সরকার পতন বা রাষ্ট্রীয় কোনো বড় আন্দোলন নয়, তাহলে কেন শাহবাগের মতো গুরুত্বপূর্ণ একটা জায়গা সারাদিন অবরুদ্ধ থাকবে? চিকিৎসকদের ভাতা বাড়ানোর আন্দোলন, এটা তাদের ব্যক্তিগত বিষয়। পেছনে অসংখ্য রোগী, অ্যাম্বুলেন্সের গাড়িও আটকে আছে। এভাবে চলতে পারে না।
ওমর ফারুক নামে এক উবার চালক বলেন, এই আন্দোলনের কারণে আজকে আমার সারাটা দিন শেষ। এখান থেকে কখন বাসায় ফিরতে পারব, সেটাও বুঝতে পারছি না। দিন শেষে আমার খালি হাতেই বাসায় ফেরা লাগবে, এখন কি পেটের দায়ে আমাদেরকেও আন্দোলনের নামতে হবে?
টিআই/এমজে