কাকরাইল মোড়ে শুয়ে পড়লেন ইনকিলাব মঞ্চের নেতারা
তিন দফা দাবিতে কাকরাইল মোড়ে শুয়ে অবস্থান নিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতারা।
রোববার (২২ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে যেতে চেয়েছিলেন তারা। কিন্তু পুলিশের বাধার মুখে বিকেল সাড়ে ৩টার দিকে প্রধান বিচারপতির বাসভবনের সামনে শুয়ে পড়েন মঞ্চের নেতারা।
বিজ্ঞাপন
আরও পড়ুন
এর আগে দুপুর সোয়া ১টার দিকে অবস্থান কর্মসূচির অংশ হিসেবে প্রধান বিচারপতির বাসভবনে সামনে বসে পড়েন মঞ্চের নেতারা। বিকেলের মধ্যে যেকোনো একজন উপদেষ্টা এসে তাদের দাবিগুলো শুনলে তারা সেখান থেকে উঠবেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
ইনকিলাব মঞ্চের দাবিগুলো হলো — আওয়ামী লীগের নিবন্ধন বাতিল, সারা দেশে লীগের কমিটির সন্ত্রাসীদের গ্রেপ্তার, ছাত্র জনতার নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালনের চেষ্টা করেন, না পারলে ছেড়ে দিক সরকার।
এমএসআই/এমজে