ইনকিলাব মঞ্চের ৩ দাবি
বিকেলের মধ্যে উপদেষ্টারা এসে দাবি না শুনলে সড়ক অবরোধ
তিন দফা দাবিতে প্রধান বিচারপতির বাসভবনের সামনে বসে পড়েছেন ইনকিলাব মঞ্চের নেতারা। বিকেলের মধ্যে যেকোনো একজন উপদেষ্টা এসে তাদের দাবিগুলো শুনলে তারা সেখান থেকে উঠবেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
পূর্ব ঘোষণা অনুযায়ী রোববার (২২ ডিসেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবনে যমুনায় সামনে যেতে চান ইনকিলাব মঞ্চ। কিন্তু পুলিশের বাধার মুখে সোয়া ১টার দিকে অবস্থান কর্মসূচির অংশ হিসেবে প্রধান বিচারপতির বাসভবনে সামনে বসে পড়েন নেতারা।
বিজ্ঞাপন
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী বলেন, এখন পর্যন্ত ৫ জন শহীদ হয়েছে, নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হচ্ছে না কেন? রাজনৈতিক দলের মাঠে থাকার কথা ছিল। জীবনের ঝুঁকি নিয়ে কথা বলছি। তৃণমূলে ছিনতাই, চুরির আদলে গুপ্ত হত্যা হচ্ছে। আওয়ামী লীগের প্রতি এতো দরদ, কিন্তু তারা সুযোগ পেলে আমাদের হত্যা করবে। ইন্টারপোলের মাধ্যমে যখন শেখ হাসিনার বিচার করার কথা হচ্ছে, তখন জঙ্গিলীগ গুপ্ত হত্যা করছে।
আরও পড়ুন
আন্দোলন মঞ্চ থেকে আরও বলা হয়, জেলা-উপজেলার ভাইদের জীবন বিপন্ন। লীগের বিচারের দাবি করার কথা ছিল রাজনৈতিক দলগুলোর, কিন্তু তারা ক্ষমতার ভাগাভাগিতে ব্যস্ত। অথচ ছাত্র জনতার জীবন বিপন্ন।
ইনকিলাব মঞ্চের দাবিগুলো হলো : আওয়ামী লীগের নিবন্ধন বাতিল, সারা দেশে লীগের কমিটির সন্ত্রাসীদের গ্রেপ্তার, ছাত্র জনতার নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালনের চেষ্টা করেন, না পারলে ছেড়ে দিক সরকার।
এমএসআই/এসএম