ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন ১০টি অঞ্চলের উন্নয়ন কাজ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সংস্থাটি। সে লক্ষ্যে লিমিটেড টেন্ডার ম্যাথড ঠিকাদার নিয়োগের জন্য কমিটি গঠন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।

রোববার (২২ ডিসেম্বর) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএসসিসির সচিব  মোহাম্মদ বশিরুল হক ভূঁঞা প্রতিটি অঞ্চলের কর্মকর্তাদের নিয়ে একটি কমিটির অনুমোদন দিয়েছেন।

সচিব মোহাম্মদ বশিরুল হক ভূঁঞা জানান, গঠিত এই কমিটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১০টি অঞ্চলের উন্নয়ন কাজ বাস্তবায়নের জন্য লিমিটেড টেন্ডার ম্যাথড ঠিকাদার নিয়োগের কাজ করবেন। পাশাপাশি উন্নয়ন কাজ বাস্তবায়নের সার্বিক পদক্ষেপ নিয়ে কাজ করবেন।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, এই কমিটির আহ্বায়ক করা হয়েছে ডিএসসিসির ১০টি অঞ্চলের ১০জন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে। একইভাবে সদস্য সচিব করা হয়েছে ১০ অঞ্চলের নির্বাহী প্রকৌশলীকে (পুর) এবং সদস্য হিসেবে রয়েছেন ১০অঞ্চলের সহকারী প্রকৌশলী।

এএসএস/এআইএস