ঢাকায় একের পর এক ছিনতাই, চলাচলে ভয়
প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। সেইসব খবর থেকে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
বাংলাদেশ থেকে বিদেশগামী রোগীদের ৫৩ শতাংশ বিদেশ যান মূলত রোগনির্ণয় বা চেকআপের জন্য। যত রোগী চিকিৎসার জন্য বিদেশ যান তার ৫ শতাংশ চিকিৎসক। চিকিৎসার জন্য বিশ্বের যেসব দেশের মানুষ বিদেশে বেশি যায় সেই তালিকার দশম স্থানে বাংলাদেশ।
বিজ্ঞাপন
এর পাশাপাশি অন্যান্য খবরগুলো দেখে আসি—
প্রথম আলো
বিদেশগামী রোগীদের ৫৩% যান রোগ নির্ণয়ের জন্য
বাংলাদেশের মানুষের বিদেশে চিকিৎসা নেওয়ার এই তথ্য শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত গোলটেবিল বৈঠকে উপস্থাপন করা হয়। ‘চিকিৎসাসেবায় বিদেশমুখিতা: আমাদের উত্তরণের উপায়’ শীর্ষক এই বৈঠক আয়োজন করে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশন। অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের শীর্ষস্থানীয় কর্মকর্তারা বলেন, দেশের রোগীদের বিদেশ যাওয়া ঠেকাতে সরকার পদক্ষেপ নিতে শুরু করেছে।
কালবেলা
বেইলি রোডের কান্নাতেও কারও ‘ঘুম’ ভাঙেনি
চলতি বছরের ফেব্রুয়ারিতে রাজধানীর বেইলি রোডে রেস্তোরাঁয় ঠাসা গ্রিন কোজি কটেজ ভবনে অগ্নিকাণ্ডে অর্ধশত মানুষ প্রাণ হারানোর পর কর্তৃপক্ষের দৌড়ঝাঁপ শুরু হয়েছিল। বেরিয়ে এসেছিল ভবনটিতে থাকা রেস্তোরাঁগুলোর অনুমোদনহীনভাবে গড়ে ওঠার তথ্য। এই ধরনের অবৈধ রেস্তোরাঁ বন্ধে এসেছিল নানা সুপারিশ, শুরু হয়েছিল অভিযানও। মাত্র ১০ মাসের মধ্যেই সেই দৌড়ঝাঁপ বন্ধ হয়ে যায়। কর্তৃপক্ষের ‘ঘুমিয়ে’ যাওয়ার সুযোগে ‘মৃত্যুকূপ’ হয়ে গড়ে ওঠা অনুমোদনহীন রেস্তোরাঁগুলো চলছে আগের মতোই।
অনুমোদনহীন এই প্রতিষ্ঠানগুলো যে আগের মতোই চলছে, তা গত শুক্রবার রাজধানীর উত্তরায় অবস্থিত ‘লাভলীন রেস্টুরেন্টের’ অগ্নিকাণ্ড চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। বহুতল আবাসিক ভবনে গড়ে ওঠা রেস্তোরাঁটিতে ন্যূনতম অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ভবনটি ঝুঁকিপূর্ণ—এমন নোটিশ দেওয়া হলেও কর্ণপাত করেনি কর্তৃপক্ষ।
যুগান্তর
বায়ুদূষণের সঙ্গে ধুলাদূষণে বাজে অবস্থা ঢাকার মানুষের। শীতের নগরে কুয়াশার চাদর ভেদ করে রোদের দেখা মিললেই দূষিত বাতাসের মাত্রটা টের পওয়া যায়। ঢাকার বাতাসে ভারী ধূলিকণার পরিমাণ বাড়তে বাড়তে ফের শীর্ষে পৌঁছেছে দূষিত বায়ুর তালিকায়। সুইস বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের শহরভিত্তিক এয়ার কোয়ালিটি ইনডেক্স-এ (একিউআই) দূষিত শহরের তালিকায় ঢাকা কখনো প্রথম কখনো দ্বিতীয় বা তৃতীয় অবস্থানে থাকে। এর থেকে নিচে নামছেই না। শুক্রবার এবং শনিবার পরপর দুদিন দূষিত বায়ুর তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে আসে। যা খুব অস্বাস্থ্যকর হিসাবে বিবেচনা করা হয়। নগরের সড়কসহ যেটুকু খোলা জায়গা আছে তাও ধুলাবালির দখলে। বাতাসের সঙ্গে দূষিত ধুলা মিশে চরম অস্বস্তিকর অবস্থা সৃষ্টি করে। স্বস্তিতে শ্বাস নেওয়া নগরবাসীর জন্য যেন ভাগ্যের ব্যাপার।
কালের কণ্ঠ
চাঁদাবাজদের তালিকা তৈরি করা হচ্ছে। দু-তিন দিনের মধ্যে তালিকা ধরে গ্রেপ্তার করা শুরু হবে। চাঁদাবাজি করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। জানা গেছে, রাজধানীতে কারা চাঁদাবাজি করছে তার তালিকা চেয়ে রাজধানীর ৫০ থানায় ডিএমপি হেডকোয়ার্টার্স থেকে বার্তা দেওয়া হয়েছে কয়েক দিন আগে। পরে থানা পুলিশ তাদের এলাকায় যাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে, তাদের তালিকা তৈরি করে পাঠাচ্ছে। সেই তালিকা ধরেই চলবে অভিযান।
সূত্র জানায়, রাজধানীর নিউমার্কেট, গাবতলী, মিরপুর, গুলিস্তান, মতিঝিলসহ বিভিন্ন এলাকার ফুটপাতের দোকান ও পরিবহন থেকে চাঁদা নিচ্ছে চাঁদাবাজরা। এর মধ্যে নিউমার্কেট এলাকায় আবদুস সাত্তার, হাসান, ইসমাইল হোসেন, কে এম চঞ্চল, নিজাম ব্যাপারীসহ বেশ কয়েকজনের নাম পাওয়া গেছে। এদের কেউ কেউ বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলেও জানা গেছে।
দেশ রূপান্তর
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালসহ বেসামরিক বিমান চলাচল কর্র্তৃপক্ষের (বেবিচক) বিভিন্ন প্রকল্পে বছর জুড়ে কেনাকাটায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর অডিটে ধরা পড়ে এসব অনিয়ম ও দুর্নীতি। ইতিমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। যেসব প্রকল্পে অনিয়ম হয়েছে ওইসব প্রকল্পের শীর্ষ কর্তাদের মধ্যে কয়েকজনকে শোকজ করা হয়েছে। সতর্কও করা হয়েছে কয়েকজনকে। পাশাপাশি অনিয়ম রোধে ও ক্রয় কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে সম্প্রতি ১২ দফা নির্দেশনা জারি করেছে বেবিচক।
আরও পড়ুন
বণিক বার্তা
তিন দশকে দেশে বিদেশী বিনিয়োগের সাফল্য হাতে গোনা কয়েকটি
বাংলাদেশ ভূখণ্ডে ছয় দশক ধরে ব্যবসা করছে নেদারল্যান্ডসভিত্তিক বহুজাতিক কোম্পানি ইউনিলিভার বাংলাদেশ। প্রতিষ্ঠানটি যাত্রা করেছিল লিভার ব্রাদার্স নামে চট্টগ্রামের কালুরঘাটে ১৯৬৪ সালে সাবানের কারখানা চালুর মাধ্যমে। স্বাধীনতার পর ১৯৭৩ সালের ৫ জুলাই যাত্রা হয় লিভার ব্রাদার্স বাংলাদেশের। আবারো নাম পাল্টে ২০০৪ সালে হয় ইউনিলিভার। বহুজাতিক কোম্পানিটির ৪০ শতাংশ মালিকানায় রয়েছে বাংলাদেশ সরকার। প্রতিষ্ঠানটির দাবি, দেশের প্রতি ১০ পরিবারের নয়টিতেই ব্যবহার হয় তাদের বিভিন্ন ব্র্যান্ডের এফএমসিজি পণ্য।
সমকাল
জাতিসংঘকে এখনও পূর্ণাঙ্গ তথ্য দেয়নি সরকার
অন্তর্বর্তী সরকারের আহ্বানে দু’দফা বাংলাদেশে আসে জাতিসংঘের তদন্ত দল। জুলাই-আগস্টে ছাত্র-জনতার ওপর সরকারি বাহিনীগুলোর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্ত করে। তবে সরকারের কাছ থেকে পূর্ণাঙ্গ তথ্য না পাওয়ায় নির্দিষ্ট সময়ে তারা প্রতিবেদন দিতে পারেনি বলে জানিয়েছে।
এ ব্যাপারে জাতিসংঘের উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা সমকালকে জানান, বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাই-আগস্টে ছাত্র-জনতার ওপর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তের জন্য তাদের আমন্ত্রণ জানায়। বিষয়টি সরকারের অন্যতম অগ্রাধিকার বলা হলেও অপরাধ এবং অনেক অপরাধীর তথ্য দেওয়ার ক্ষেত্রে অপারগতা লক্ষ্য করা গেছে, যা মোটেও কাম্য নয়। এ কারণে তথ্যানুসন্ধান দল তাদের প্রতিবেদন শেষ করতে পারছে না। অবশ্য নতুন করে জানুয়ারির মধ্যভাগে প্রতিবেদন শেষ করার লক্ষ্যে কাজ চলছে। পূর্ণাঙ্গ তথ্য-উপাত্ত না পাওয়ায় প্রতিবেদনও অসম্পন্ন হবে বলে জানান তিনি।
আজকের পত্রিকা
সামিট পাওয়ারের ১ হাজার ১১৩ কোটি টাকার কর ফাঁকি
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সামিট পাওয়ার লিমিটেডের কর ফাঁকির তথ্য পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। লভ্যাংশের ওপর উৎসে কর ফাঁকি এবং এর ফলে আরোপিত জরিমানার অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ১১২ কোটি ৮০ লাখ টাকা। এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের (সিআইসি) অনুসন্ধানে এই কর ফাঁকির বিষয়টি উঠে এসেছে।
সংশ্লিষ্ট সূত্রে পাওয়া তথ্যমতে, সামিট পাওয়ার লিমিটেডের ৬৩ দশমিক ১৯ শতাংশ মালিকানা রয়েছে সামিট করপোরেশন লিমিটেডের কাছে। বাকি ৩৬ দশমিক ৮১ শতাংশ মালিকানা রয়েছে অন্য কোম্পানি এবং সাধারণ ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে।
মানবজমিন
দুদক সূত্রমতে, বর্তমানে চলমান অনুসন্ধানগুলোর সঙ্গে যুক্ত করে এক হাজার ব্যক্তিকে অনুসন্ধানের আওতায় আনার লক্ষ্য ঠিক করা হয়েছে। যাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, অর্থপাচার, সরকারি সম্পদ আত্মসাৎ, ঘুষগ্রহণ, সরকারি প্রকল্পে কারসাজিসহ দুদকের তফসিলভুক্ত অপরাধের অভিযোগ রয়েছে। সূত্র জানায়, বিগত সরকারের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকারী মন্ত্রী, সংসদ সদস্য ছাড়াও দুদকের টার্গেটে রয়েছেন তৃণমূলের রাজনীতির সঙ্গে জড়িত ব্যক্তিরাও যারা বিভিন্ন সময় ইউপি চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউপি সদস্য পদে দায়িত্ব নিয়ে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অনিয়ম করেছেন।
সূত্র জানায়, অক্টোবরের শেষ দিকে মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহর নেতৃত্বাধীন কমিশনের পদত্যাগের পর সংস্থাটিতে সিদ্ধান্ত গ্রহণ সংক্রান্ত কোনো কার্যক্রম হয়নি। এরই ফাঁকে এক মাসে কমিশনের প্রধান কার্যালয় ছাড়াও দেশ জুড়ে থাকা সমন্বিত জেলা কার্যালয়গুলোতে হাজারো অভিযোগ জমা পড়েছে। বর্তমান কমিশন দায়িত্ব নেয়ার পর গত কয়েক দিনে এসব অভিযোগের ওপর জোর দেয়া হচ্ছে। এক এক করে দুদকের আইন ও বিধি মেনে অনুসন্ধানের আওতায় আনা হচ্ছে।
ইত্তেফাক
২০২৫ সালের ডিসেম্বর মাসকে সামনে রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই লক্ষ্যে একটি রোডম্যাপ প্রস্তুতির কাজও শুরু হয়েছে। ইতিমধ্যে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আগামী ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচনের সময়সীমা দিয়ে প্রস্তুত হতে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে নির্বাচন কমিশন ২০২৫ সালের ডিসেম্বরে ভোটের প্রস্তুতি নিলেও সরকারের একটি পক্ষ ২০২৬ সালের ৩০ এপ্রিল নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর। তারা ২০২৬ সালের ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর নির্বাচনের তপসিল ঘোষণার পরামর্শ দিয়েছে।
সমকাল
বেপরোয়া ছিনতাই, একের পর এক ঝরছে প্রাণ
ঢাকা ও নারায়ণগঞ্জে এক সপ্তাহে ছিনতাইকারীর ছুরিকাঘাতে চারজনের মৃত্যু হয়েছে। এদিকে ছিনতাইয়ের অভিযোগে উত্তেজিত লোকজন পিটিয়ে মেরেছে তিনজনকে। গত ৫ আগস্টের পর পুলিশি কার্যক্রম মুখ থুবড়ে পড়ে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে বলে সরকারের পক্ষ থেকে দাবি করা হলেও সাধারণ মানুষের মাঝে আতঙ্ক কাটছে না। দেখা দিচ্ছে নানা প্রশ্ন।
গত বছর রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক দন্ত চিকিৎসক ও এক পুলিশ সদস্যের মৃত্যুর পর নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনী। গত বছরের ৭ অক্টোবর এক আদেশে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ‘ছিনতাই প্রতিরোধ টাস্কফোর্স’ গঠন করে। এর পর থেকে দীর্ঘদিন ছিনতাই কিছুটা কম হয়েছে। সাম্প্রতিক সময়ে আবারও বেপরোয়া হয়ে উঠেছে ছিনতাই ও ডাকাত চক্রের সদস্যরা।
আজকের পত্রিকা
১০ ব্যবসায়ী গ্রুপের অর্থ পাচার অনুসন্ধান করবে এনবিআর
দেশের শীর্ষ ১০ ব্যবসায়ী গ্রুপ এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ওঠা অর্থ পাচারের অভিযোগ তদন্তে যৌথ অনুসন্ধান ও তদন্ত দল গঠন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এই টিম আন্তসংস্থা টাস্কফোর্সের অধীনে কাজ করবে। অভিযোগ ওঠা গ্রুপগুলো হলো এস আলম, বেক্সিমকো, নাবিল, সামিট, ওরিয়ন, জেমকন, নাসা, সিকদার ও আরামিট গ্রুপ। এনবিআরের আয়কর বিভাগের ১০ জন কর পরিদর্শক এবং কাস্টমস ও ভ্যাট বিভাগের ১০ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরা কর ফাঁকি, অর্থ পাচার এবং মানিলন্ডারিং আইনের অধীন অপরাধগুলো তদন্ত করবেন।
মানবজমিন
সিলেট নগরীর বন্দরবাজার, জিন্দাবাজার, জেলরোড, চৌহাট্টাসহ কয়েকটি এলাকায় সবচেয়ে বেশি অস্ত্র প্রদর্শিত হয়েছে। এসব আগ্নেয়াস্ত্রের মধ্যে স্নাইপার, পিস্তল, দু’নলা বন্দুক, কাটা রাইফেল ব্যবহার করা হয়। এসব অস্ত্রের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। স্নাইপার অস্ত্র হাতে ছিলেন রুহুল আমীন শিপলু নামের এক ব্যক্তি। তিনি যুক্তরাজ্য যুবলীগের নেতা বলে জানা গেছে। প্রথমে শাহজালাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আন্দোলন শুরু হওয়ার কারণে শাবি শিক্ষার্থীদের ওপর ধারালো অস্ত্রের পাশাপাশি আগ্নেয়াস্ত্র ব্যবহৃত হয়। পরে আন্দোলনের মুখে ছাত্রলীগ কর্মীরা ক্যাম্পাস ছেড়ে চলে গেলে শাহপরান হলের সি ব্লকের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অমিত শাহ’র ৪২৩ নম্বর রুম থেকে দুটি পিস্তল সাধারণ শিক্ষার্থীরাই খুঁজে বের করে। পরে র্যাবের অভিযানে অমিত শাহ গ্রেপ্তার হয়েছে। ২রা আগস্ট থেকে শাবি ফটক ও মদিনা মার্কেট এলাকায় শিক্ষার্থীদের আন্দোলন শুরু হলে সিলেটের যুবলীগ ও ছাত্রলীগ ক্যাডাররা প্রকাশ্য অস্ত্র প্রদর্শন শুরু করে। মদিনা মার্কেট থেকে বিশ্ববিদ্যালয় এলাকা পর্যন্ত নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর আফতাব হোসেন খান, তার সশস্ত্র ক্যাডার আজহার উদ্দিন সুমন, পাঙাশ ও তুহিনের নেতৃত্বে নির্বিচারে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এদিন সুবিদবাজার এলাকার বাসিন্দা ও আওয়ামী লীগ নেতা আব্দুল হান্নান ওরফে মুরগি হান্নানের নেতৃত্বে একদল সশস্ত্র ক্যাডাররা মাঠে নেমে ঘণ্টার পর ঘণ্টা গুলি ছুড়ে।
প্রথম আলো
২০২৫-এর মধ্যেই নির্বাচন চায় বিএনপি ও বিভিন্ন দল
নির্বাচনের রোডম্যাপ বা পথনকশার প্রশ্নে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপিসহ বিভিন্ন দলের একটা আস্থাহীনতা তৈরি হচ্ছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সম্প্রতি জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচনের সময় নিয়ে একটা ধারণা দিলেও তাতে সন্তুষ্ট হয়নি দলগুলো। কারণ, নির্বাচন কবে হতে পারে, তা নিয়ে দলগুলোর সঙ্গে কোনো আলোচনা করেনি সরকার। বিএনপি এবং অন্যান্য দল বলছে, নির্বাচন নিয়ে স্পষ্ট বক্তব্য না দেওয়ায় সরকারের সঙ্গে তাদের দূরত্বও তৈরি হচ্ছে।
সক্রিয় দলগুলোর বড় অভিযোগ হচ্ছে, তাদের সঙ্গে অন্তর্বর্তী সরকারের নিয়মিত, আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক কোনো যোগাযোগ নেই। যখন কোনো প্রেক্ষাপট তৈরি হয়েছে, তখন প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে ডেকেছেন। এ পর্যন্ত তিন দফায় রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠক হয়েছে সরকারের।
বণিক বার্তা
বৈশ্বিক কোম্পানি ও প্রধান নির্বাহীদের চোখে নেই বাংলাদেশী গ্র্যাজুয়েটরা
বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষা ব্যবস্থার মানসম্মততা নিয়ে প্রতি বছর ‘কান্ট্রিজ উইথ বেস্ট পারফর্মিং এডুকেশন সিস্টেম’ শীর্ষক এক প্রতিবেদন প্রকাশ করছে সিইও ওয়ার্ল্ড ম্যাগাজিন। এর উদ্দেশ্য হলো শিক্ষামানের ভিত্তিতে আন্তর্জাতিক ব্যবসায়িক পরিমণ্ডলে ভবিষ্যতের প্রভাবশালী শীর্ষ নির্বাহী ও কোম্পানি লিডারদের উৎস দেশগুলোর সম্ভাবনাকে তালিকাভুক্ত করা। বৈশ্বিক জায়ান্ট, বহুজাতিকসহ বিশ্বের বিভিন্ন কোম্পানির শীর্ষ পর্যায়ের নির্বাহীদের জন্য প্রস্তুতকৃত এ প্রতিবেদনের ২০২৪ সংস্করণে শিক্ষামানের ভিত্তিতে ৯৩টি দেশের র্যাংকিং করা হয়েছে। এ তালিকায় নাম নেই বাংলাদেশের।
যুগান্তর
স্বতন্ত্র পলিসি ইউনিট গঠনের সুপারিশ
রাজস্ব খাত সংস্কারে গঠিত পরামর্শক কমিটি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে প্রশাসন ও নীতি (পলিসি) উইং পৃথক করার বিষয়ে সুপারিশ করতে যাচ্ছে। কর-জিডিপি অনুপাত বাড়াতে এবং করদাতাদের সেবা নিশ্চিত করতে আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তারাও চাইছেন পৃথক দুটি সংস্থার মাধ্যমে কার্যক্রম পরিচালনা করতে। কিন্তু বিপত্তি বেঁধেছে প্রশাসন ও নীতি বিভাগ আলাদা করার পর নীতি বিভাগে কোন ক্যাডারের কর্মকর্তারা কাজ করবেন, অফিস কোথায় হবে, পদমর্যাদা কী হবে। এ নিয়ে দুই ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ দানা বাঁধতে শুরু করেছে। দুই অ্যাসোসিয়েশন শ্বেতপত্রের সুপারিশ অনুযায়ী সংস্কার চাইছে।
কালের কণ্ঠ
চাহিদা অনুযায়ী গ্যাস মিলছে না শিল্প-কারখানায়। বেশ কিছুদিন ধরে চলা এ সংকটে কমে গেছে শিল্প-কারখানার উৎপাদন। সিরামিক, ইস্পাত ও টেক্সটাইল খাতের উৎপাদন প্রায় অর্ধেকে নেমে এসেছে। শিল্পের উদ্যোক্তারা বলছেন, গ্যাস সংকটে শিল্প খাতে বিপর্যয় নেমে এসেছে। গত কয়েক মাসে কয়েক শ কারখানা বন্ধ হয়ে গেছে। রপ্তানি আয় কমেছে। বিনিয়োগ থমকে আছে। কর্মসংস্থান বাড়ছে না।
দেশ রূপান্তর
সরকারি চাকরিজীবীরা গত দেড় যুগে সবচেয়ে সুবিধাভোগী শ্রেণি। ওপরের নির্দেশনা তারা অক্ষরে অক্ষরে পালন করেছেন। সেগুলো নীতি-বিধিবিধানের সঙ্গে সাংঘর্ষিক হলেও কোনো প্রশ্ন তোলেননি। সরকারকে ক্ষমতায় টিকিয়ে রেখে তারা আস্থা অর্জন করেছেন। সুবিধাভোগী এই শ্রেণির সুবিধার তালিকা বছর বছর দীর্ঘ হয়েছে। সে সবের কোনো সংস্কার হয়নি, পেশাদারিত্বে লাগেনি উন্নতির ছোঁয়া। জনপ্রশাসন বিশ্লেষকরা এ কথা বলেছেন।
প্রথম আলো
দেশে পাঁচ মাসে মসুর ডাল আমদানি ৭২% বেড়েছে
দেশে যখন নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানিতে ভাটা চলছে, তখন ব্যতিক্রম শুধু মসুর ডাল। পণ্যটির আমদানি ব্যাপক হারে বেড়ে গেছে। চলতি ২০২৪–২৫ অর্থবছরের প্রথম পাঁচ মাস জুলাই–নভেম্বরে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় মসুর ডাল আমদানি ৭২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্যে দেখা যায়, ডালজাতীয় পণ্যের মধ্যে সবচেয়ে বেশি আমদানি হয় মসুর ডাল। চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে এই ডাল আমদানি হয়েছে ২ লাখ ২০ হাজার টন। অথচ এর আগের ২০২৩–২৪ অর্থবছরের একই সময়ে আমদানি হয়েছিল ১ লাখ ২৮ হাজার টন। সে হিসাবে পাঁচ মাসে আমদানি বেড়েছে প্রায় ৭২ শতাংশ।
বণিক বার্তা
প্রথম ধাপের খসড়ায় ৮৫৮ নিহত ও সাড়ে ১১ হাজার আহতের নাম
জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে হতাহতদের তালিকার প্রথম ধাপের খসড়া চূড়ান্ত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এরই মধ্যে সে তালিকা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। খসড়ায় নিহত ৮৫৮ ও আহত হিসেবে ১১ হাজার ৫৫১ জনের নাম এসেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের গণ-অভ্যুত্থানসংক্রান্ত বিশেষ সেলের দলনেতা (অতিরিক্ত সচিব) খন্দকার জহিরুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে গতকাল এ কথা জানানো হয়েছে।
প্রথম আলো
ঢাকায় একের পর এক ছিনতাই, চলাচলে ভয়
রাজধানীতে ছিনতাইয়ের এমন অনেক ঘটনা ঘটছে। বিশেষ করে রাতে ও ভোরে চলাচল করতে মানুষ ভয় পাচ্ছেন। ঘটছে চুরি ও ডাকাতির ঘটনা। সর্বশেষ গত বৃহস্পতিবার ঢাকার কেরানীগঞ্জে ব্যাংকে ডাকাতির চেষ্টা হয়। পুলিশ ও ঢাকার আদালত–সংশ্লিষ্ট সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, ঢাকার ৫০টি থানা এলাকায় গত ১ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ৪০ দিনে অন্তত ৩৪ জন ছিনতাইয়ের শিকার হয়ে মামলা করেছেন। এ সময় একজন ছিনতাইকারীর হাতে নিহত হয়েছেন। গুরুতর জখম হয়েছেন আরও চারজন।
এছাড়া ব্যাংকগুলোর কাছে বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনার ব্যাখ্যা চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক; আদনান ইমামের ২ কোম্পানির খেলাপি ৬৮৭ কোটি টাকা, বন্ধকি সম্পত্তি নিলামে ইউসিবি পাবে মাত্র ৮০ কোটি; কয়েকটি ব্যাংকের অপরিণত সিদ্ধান্তের কারণে ডলারের দাম বাড়ছে: গভর্নর; যেভাবে এক ভুতুড়ে কোম্পানি ন্যাশনাল ব্যাংক থেকে হাতিয়ে নিল ১ হাজার ১৬২ কোটি টাকা; বাংলাদেশের জলবায়ু-সহিষ্ণু উন্নয়নে ১.১৬ বিলিয়ন ডলার অনুমোদন বিশ্বব্যাংকের—সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।