এ কে আজাদ খান
বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে চিকিৎসকদের কমিশন নেওয়া অনৈতিক
স্বাস্থ্যসেবায় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো থেকে চিকিৎসকদের কমিশন নেওয়া অনৈতিক ও অবৈধ বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের চেয়ারম্যান জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান।
শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) মিলনায়তনে স্বাস্থ্য সংস্কার কমিশন আয়োজিত অংশীজনদের মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
এ কে আজাদ খান বলেন, চিকিৎসকদের কমিশন রোধে সংস্কার প্রস্তাবে সুপারিশ করা হবে। একই সঙ্গে স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য শিক্ষা খাতে মতবিনিময় সভায় উঠে আসা অংশীজনদের প্রস্তাবনাগুলো পর্যালোচনা করার কথা জানান তিনি।
আরও পড়ুন
এর আগে স্বাস্থ্য খাত সংস্কার নিয়ে মতবিনিময় সভায় অংশ নেন চিকিৎসক, মেডিকেল শিক্ষার্থী, শিক্ষক, নার্স, স্বাস্থ্যকর্মী, বিভিন্ন পেশাজীবী ও স্বাস্থ্য সংগঠনের নেতারা। তুলে ধরেন নানা বৈষম্য ও অব্যবস্থাপনার চিত্র। তবে সভায় রোগীদের কোনো প্রতিনিধি না থাকায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কমিশনের সদস্য ড. আবু মোহাম্মদ জাকির হোসেন, অধ্যাপক ডা. সায়েবা আক্তার, অধ্যাপক ডা. মোজাহেরুল হক, অধ্যাপক ডা. আজহারুল ইসলাম খান, অধ্যাপক ড. সৈয়দ মো. আকরাম হোসেন ও উমাইর আফিফ।
আরএমএন/এমএন