ভারতীয় হাইকমিশনের প্রতিবাদ নোট
মোদির কুশপুতুল দাহ ও মাহফুজ আলমের বক্তব্যে উদ্বিগ্ন ভারত
বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল দাহ ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক স্ট্যাটাসে গভীর উদ্বেগ জানিয়েছে ভারত সরকার।
শুক্রবার (২০ ডিসেম্বর) ঢাকায় ভারতীয় হাইকমিশন পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সংক্রান্ত একটি প্রতিবাদ নোট পাঠিয়েছে। মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
সূত্র জানায়, গত ১৮ ডিসেম্বর বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল দাহের বিষয়টি গভীর উদ্বেগ জানিয়েছে ভারত। সেই সঙ্গে উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক স্ট্যাটাসের বিষয়টিও গোচরীভূত হয়েছে। এমন ঘটনা রোধে সরকারকে এখনই ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
এনআই/এআইএস