আন্তঃজেলা বাস টার্মিনালগুলো ঢেলে সাজাতে ডিএনসিসির কমিটি
আন্তঃজেলা বাস টার্মিনালগুলোর কাউন্টার বরাদ্দ, আগের বরাদ্দ বাতিল, নতুন কাউন্টার নির্মাণ, মালিকানা পরিবর্তনসহ ঢেলে সাজাতে পরিবর্তন সংক্রান্ত কমিটি গঠন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
শুক্রবার (২০ ডিসেম্বর) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএনসিসির সচিব মোহাম্মদ মামুন উল হাসান একটি অফিস আদেশ জারি করে এই কমিটি অনুমোদন দিয়েছেন।
বিজ্ঞাপন
ডিএনসিসি সূত্রে জানা গেছে, ৫ সদস্যের এই কমিটির আহ্বায়ক করা হয়েছে সংস্থাটির সচিবকে এবং সদস্য সচিব করা হয়েছে সংশ্লিষ্ট বাস টার্মিনালের সহকারী ব্যবস্থাপককে।
আরও পড়ুন
কমিটির বাকি সদস্যরা হলেন, ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা, পরিবহন শাখার মহাব্যবস্থাপক এবং ডিএনসিসির টিইসি নির্বাহী প্রকৌশলী।
এএসএস/এমএসএ