সড়কদ্বীপের সৌন্দর্য বর্ধন করবে ঢাকা দক্ষিণ সিটি
সবুজ গাছ রোপণ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সড়কদ্বীপগুলোর সৌন্দর্য বর্ধনের উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য চার সদস্যের একটি কমিটি গঠন করেছে সংস্থাটি।
শুক্রবার (২০ ডিসেম্বর) ডিএসসিসি সূত্রে এসব তথ্য জানা গেছে। এর আগে ডিএসসিসির সচিব মোহাম্মদ বশিরুল হক ভূঁঞা একটি দপ্তর আদেশ জারি করে এই কমিটি অনুমোদন দিয়েছেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
চার সদস্যের কমিটিতে আহ্বায়ক করা হয়েছে ডিএসসিসির পরিবেশ, জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে এবং সদস্য সচিব করা হয়েছে একই বিভাগের আরবরিকালচার কর্মকর্তাকে।
কমিটির বাকি দুই সদস্য হলেন- ডিএসসিসির ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেলের নির্বাহী প্রকৌশলী এবং অঞ্চল-১ এর সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা।
এএসএস/এমএন