রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কর্তৃক বাস্তবায়িত উত্তরা ১৮ নম্বর সেক্টরে অ্যাপার্টমেন্ট প্রকল্পের ফ্ল্যাট আইডি প্রদান সংক্রান্ত ৯ম লটারি করেছে সংস্থাটি।

‘এ’ ব্লকে নির্মিত ১৬৫৪ বর্গফুট আয়তনের ফ্ল্যাট আইডি প্রদান সংক্রান্ত ৯ম লটারির পাশাপাশি প্রকল্পের ভবনের নম্বর- ১৩ (এ ও ডি) কারপার্কিং আইডি বরাদ্দের লটারিও অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাজউক অডিটরিয়ামে এ লটারি অনুষ্ঠিত হয়।

রাজউকের পক্ষ থেকে জানানো হয়, লটারির স্বচ্ছতা বজায় রাখার জন্য অত্যাধুনিক সফটওয়্যারের মাধ্যমে ৪ পর্যায়ের বাছাইকরণ শেষে লটারির ফলাফল প্রকাশিত হয়। এর আগে উপস্থিত ফ্ল্যাট বরাদ্দ প্রত্যাশীদের মাধ্যমেই পর্যায় সংখ্যা নির্ধারণ করা হয়। রাজউক কর্তৃক আয়োজিত এই লটারির মাধ্যমে আজ ৭৬টি ফ্ল্যাটের আইডি প্রদান করা হয়। একইসঙ্গে তিস্তা ও শিমুল ভবন সমূহের পার্কিং আইডি প্রদান করা হয়।

অনুষ্ঠানে রাজউক চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) ছিদ্দিকুর রহমান সরকার বলেন, রাজউক কর্তৃক ফ্ল্যাট বরাদ্দ বিষয়ক এই লটারি একটি নিয়মিত প্রক্রিয়া। সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রেখে সুষ্ঠুভাবে লটারি পরিচালনায় রাজউক বদ্ধপরিকর। স্বচ্ছভাবে লটারি কার্যক্রম পরিচালনায় ফ্ল্যাট ও পার্কিং বরাদ্দ প্রত্যাশীরাও সন্তুষ্ট হয়েছেন রাজউকের প্রতি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- রাজউকের সদস্য (প্রশাসন ও অর্থ) ড. মোঃ আলম মোস্তফা, সদস্য (উন্নয়ন ও উন্নয়ন নিয়ন্ত্রণ) হারুন-অর-রশীদ, সদস্য (এস্টেট ও ভূমি) ইঞ্জিনিয়ার মো: রিয়াজুল ইসলাম প্রমুখ।

এএসএস/এমএ