জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর বলেছেন, আগামী তিন মাসের মধ্যে ঝুলে থাকা পৌনে চার লাখ এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করা হবে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে ঢাকার আগারগাঁওয়ের ইটিআই ভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ডিজি বলেন, আমি মাত্র এসেছি, দুই সপ্তাহ কাজ করেছি। যতটুকু জেনেছি, আমাদের একটা বড় সমস্যা হচ্ছে, আমরা আবেদনগুলো নিষ্পত্তি করতে পারিনি। ৫ থেকে ১০ দিনে বা এক মাসে হাজার হাজার আবেদন নিষ্পত্তি করতে পারব না। খুব শিগগিরই দেখতে পাবেন আমরা একটা ক্রাশ প্রোগ্রামের পরিকল্পনা করেছি। আশা করছি, আগামী তিন মাসের মধ্যে একটা উল্লেখযোগ্য উন্নতি দেখতে পাবেন। অতিরিক্ত লোকবল নেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে।

এ সময়ের মধ্যে তিন লাখ ৭৮ হাজার আবেদনই নিষ্পত্তির চেষ্টা করব। যেন দুর্নীতি করার সুযোগটাই কমে আসে।

তিনি আরও বলেন, বর্তমানে দেশে ১২ কোটি ১৮ লাখেরও বেশি ভোটার রয়েছে। ইসির এনআইডি উইং নিয়মিত এনআইডি সংক্রান্ত সেবা দিয়ে আসছে। এর মধ্যে অন্তত পৌনে চার লাখ এনআইডি সংক্রান্ত আবেদন অনিষ্পন্ন অবস্থায় রয়েছে নানা জটিলতায়।

এর আগে ৫ সেপ্টেম্বর কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন পদত্যাগ করে। তখন ইসি সচিবালয় এনআইডি সেবা সহজীকরণে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাসহ জেলা, উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করেছে তৎকালীন ইসি সচিব। এরপর ২১ নভেম্বর এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নতুন ইসির যাত্রা শুরু হয়। ডিসেম্বরের প্রথম সপ্তাহে যোগ দেন নতুন ইসি সচিব ও এনআইডি উইং ডিজি।

এসআর/এমজে