ভোটার তালিকার ত্রুটি সংশোধনে প্রচারণা করবে ইসি
ভোটার তালিকার ত্রুটি সংশোধন, বাদপড়া ও নতুন ভোটারদের অর্ন্তভুক্তির বিষয়ে প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা।
সম্প্রতি নির্বাচন কমিশনের সমন্বয় সভায় কর্মকর্তারা এ বিষয়ে প্রস্তাব করেন।
বিজ্ঞাপন
কর্মকর্তারা জানান, আগামী ২ জানুয়ারি ২০২৫ তারিখে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ভোটার তালিকার ত্রুটি সংশোধন, বাদপড়া ও নতুন ভোটার অন্তর্ভুক্তি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি যথাসময়ে সম্পন্ন করতে হবে। ভোটার তালিকার ত্রুটি সংশোধন, বাদপড়া ও নতুন ভোটার অর্ন্তভুক্তির বিষয়ে মাঠ পর্যায়ে প্রচারণার কার্যক্রম পরিচালনা করতে হবে।
আরও পড়ুন
এছাড়া প্রবাসীদের ভোটার রেজিস্ট্রেশন আবেদন যথাসময়ে তদন্তপূর্বক নিষ্পন্ন করা যেতে পারে। সভায় কোন অঞ্চলে কতটি আবেদন পেন্ডিং আছে তা পরবর্তী সভায় উপস্থাপন করার জন্য নির্দেশনা দেয় নির্বাচন কমিশন।
এসআর/এআইএস