ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু, হাসপাতালে ১০৭
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪৯ জনে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৭ জন। ফলে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৮ হাজার ৯৮৪ জনে।
সোমবার (১৬ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাসপাতালে নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ২ জন, চট্টগ্রাম বিভাগে ২৫ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২০ জন, ঢাকা উত্তর সিটিতে ২৩ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ২১ জন, খুলনা বিভাগে ৬ জন, রাজশাহী বিভাগে ২ জন, ময়মনসিংহে ৭ জন ও সিলেটে ১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ২০১ ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত সুস্থ হয়ে ৯৬ হাজার ৮৬৩ জন ছাড়পত্র পেয়েছে।
চলতি বছরের ১৬ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯৮ হাজার ৯৮৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে ৬৩ দশমিক ১০ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৯০ শতাংশ নারী। একই সময়ে ৫৪৯ জন মারা গেছেন, যাদের মধ্যে ৫১ দশমিক ৭০ শতাংশ নারী এবং ৪৮ দশমিক ৩০ শতাংশ পুরুষ।
জেডএস